পশু আশ্রয়কেন্দ্রের চুল্লিতে এক কেজি মাদক পুড়িয়েছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই। সেই ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করাতে হল ওই পশু আশ্রয়কেন্দ্রের ১৪ জন কর্মীকে। হাসপাতালে ভর্তি বেশ কয়েকটি কুকুর এবং বিড়ালও। বুধবার আমেরিকার মন্টানার বিলিংস এলাকার ‘ইয়েলোস্টোন ভ্যালি’ পশু আশ্রয়কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে হইচইও পড়েছে বিস্তর।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক কেজি মেথামফেটামিন বাজেয়াপ্ত করেছিলেন এফবিআই-এর তদন্তকারী আধিকারিকেরা। এর পর তাঁরা সেই মাদক নষ্ট করার জন্য ‘ইয়েলোস্টোন ভ্যালি’ পশু আশ্রয়কেন্দ্রে এসেছিলেন। পশু আশ্রয়কেন্দ্রের চুল্লিতে মাদক পোড়াতেই পুরো চত্বর সাদা ধোঁয়ায় ঢেকে যায়। যে বাড়িতে পশুদের আশ্রয় দেওয়া হত, সেখানেও ধোঁয়া ঢোকে। সঙ্গে সঙ্গে সেখানকার কর্মী এবং প্রাণীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় ৭৫টি বিড়াল এবং কুকুরকে সরিয়ে নেওয়া যাওয়া হয় সেখান থেকে।
জানা গিয়েছে, পশু আশ্রয়কেন্দ্রের কিছু কর্মী এক ঘণ্টারও বেশি সময় ধরে মাদকের ধোঁয়ার সংস্পর্শে ছিলেন। ফলে অনেকেই অসুস্থ বোধ করেন। এর মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর। তাঁদের অক্সিজেন চেম্বারে নিয়ে যেতে হয়। অসুস্থ হয়ে পড়ে পশু আশ্রয়কেন্দ্রের কুকুর এবং বিড়ালগুলিও। তত্ত্বাবধানে রাখা হয়েছে প্রাণীগুলিকে।
আরও পড়ুন:
প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা মৃত প্রাণীদের পোড়ানোর জন্য পশুপালন কেন্দ্রের চুল্লি ব্যবহার করেন। তবে সরকারি তদন্তকারী সংস্থাগুলিও বাজেয়াপ্ত করা মাদক পুড়িয়ে ফেলার জন্য ওই চুল্লি ব্যবহার করতে পারে। আর তা করতে গিয়েই বুধবারের ওই ঘটনা ঘটে।
ঘটনা প্রসঙ্গে এফবিআই মুখপাত্র স্যান্ড্রা বার্কার সিবিএস নিউজ়কে জানিয়েছেন, গোয়েন্দা সংস্থাটি নিয়মিত ভাবেই মাদক পোড়ানোর জন্য ওই ধরনের চুল্লি ব্যবহার করে। অন্য দিকে মন্টানার সহকারী শহর প্রশাসক কেভিন ইফল্যান্ড জানিয়েছেন, চুল্লি থেকে ধোঁয়া বেরোনোর নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। কিন্তু চাপের কারণে ধোঁয়া ভুল দিকে চলে যায় এবং ঘটনাটি ঘটে। যদিও ওই পশু আশ্রয়কেন্দ্রের এক্জ়িকিউটিভ ডিরেক্টর ট্রিনিটি হ্যালভারসনের দাবি, তিনি জানতেনই না যে এত মাদক ওখানে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি, ঘর হারানো প্রাণীগুলিকে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করার জন্য জনসাধারণের কাছে আবেদনও জানিয়েছেন।
আরও পড়ুন:
সরকারি কর্তারা জানিয়েছেন, একটি দল বাড়িটিকে দূষণমুক্ত করার কাজ শুরু করেছে। তবে প্রক্রিয়াটি সম্পন্ন হতে সপ্তাহ দু’য়েক থেকে এক মাস সময় লাগবে।