চিকিৎসক স্বামীর সঙ্গে বিয়ে হয়েছিল মাস পাঁচেক আগে। কয়েক দিন আগেই পাসপোর্ট হাতে পেয়ে স্বামীর কাছে লন্ডন যাচ্ছিলেন। কিন্তু মিলন হল না। অহমদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল রাজস্থানের বালোত্রার বধূ খুশবু রাজপুরোহিতের। ইতিমধ্যেই সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দাবি করা হয়েছে, ভিডিয়োটি খুশবুর। স্বামীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য বাড়ি ছাড়ার সময় সেটি ক্যামেরাবন্দি করা হয়েছে। সেই ভিডিয়োয় এক তরুণীকে পরিবারের সদস্যদের জড়িয়ে হাই হাউ করে কাঁদতে দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনগামী দুর্ঘটনাগ্রস্ত এআই-১৭১ বিমানটিতে রাজস্থানের ১০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যেই এক জন নববিবাহিতা খুশবু। বালোত্রা জেলার আরাবা দুদাওতা গ্রামের বাসিন্দা মদন সিংহের কন্যা ছিলেন তিনি। এই বছরের জানুয়ারিতে লন্ডনের চিকিৎসক বিপুল সিংহ রাজপুরোহিতের সঙ্গে বিয়ে হয় খুশবুর। বিপুল রাজস্থানের লুনি বিধানসভা এলাকার খারাবাইরা পুরোহিতানের বাসিন্দা। বিপুলের সঙ্গে বিয়ের পর এই প্রথম বার লন্ডনে যাচ্ছিলেন খুশবু। এত দিন শ্বশুরবাড়িতেই ছিলেন। বুধবার তিনি তাঁর গ্রাম থেকে অহমদাবাদের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার অহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে চড়েন। তবে যাত্রা শুরুর কিছু ক্ষণের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। মৃত্যু হয় খুশবুর। সেই আবহেই ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে হইচই পড়েছে সমাজমাধ্যমে।
সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে হাপুস নয়নে কাঁদছেন এক তরুণী। পরিবারের সদস্যদেরও চোখে জল। কাঁদতে কাঁদতে পরিবারের গুরুজনদের প্রণাম করেন তরুণী। এর পর চোখে জল নিয়েই পরিবারকে বিদায় জানিয়ে একটি গাড়িতে চড়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, ভিডিয়োর তরুণী আদতে খুশবু এবং পরিবারকে ছেড়ে লন্ডনে স্বামীর কাছে যাওয়ার আগে ওই ভাবে কাঁদছিলেন তিনি।
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সচিন গুপ্ত’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। সেটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। দুঃখপ্রকাশ করেছেন তাঁরা। খুশবুর মৃত্যুর খবর নিশ্চিত করেন রাজস্থানের প্রাক্তন মন্ত্রী এবং বায়তুর বিধায়ক হরিশ চৌধরি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘অহমদাবাদে বিমান দুর্ঘটনায় থার পরিবারের মেয়ে খুশবু রাজপুরোহিতের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারকে সাহস দিন। এই শোকের মুহূর্তে পরিবারের সকলকে সমবেদনা জানাচ্ছি।’’