Advertisement
E-Paper

বিরাটের সঙ্গে ‘ডেট’, সিদ্ধার্থ মালহোত্রের ‘ভাল বন্ধু’! পুরনো ছবি ভাইরাল হতেই মডেলকে খুঁজতে শুরু করল নেটপাড়া

শুধুমাত্র ক্রিকেট তারকা বিরাটই নন, বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গেও এই মডেলের একাধিক ছবি সমাজমাধ্যমে নজর কেড়েছে। সকলের মনেই কৌতূহল, কে এই সুন্দরী ললনা অনুষ্কার সঙ্গে আলাপ ও বিয়ের আগে যাঁকে ‘ডেট’ করতেন বিরাট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ০৯:২৩
zabelle Leite and viral kohli

বিরাট কোহলির সঙ্গে এক তরুণীর ছবি সম্প্রতি সমাজমাধ্যমে নতুন করে ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে তরুণীকে নিয়ে। শুধু ক্রিকেট তারকা বিরাট নন, বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গেও তাঁর একাধিক ছবি সমাজমাধ্যমে নজর কেড়েছে। সকলের মনেই কৌতূহল জেগেছে, কে এই সুন্দরী ললনা অনুষ্কার সঙ্গে আলাপ ও বিয়ের আগে যাঁকে ‘ডেট’ করতেন বিরাট। বিরাটের সঙ্গে একাধিক ছবিতে ফ্রেমবন্দি হওয়া সেই তরুণী ব্রাজ়িলীয় মডেল এবং অভিনেত্রী ইসাবেল লেইট। তিনি আপাতত বলিউডের রুপোলি দুনিয়া ও মডেলিং জগৎ থেকে শতহস্ত দূরে।

একটি বিজ্ঞাপনের শুটিংয়ে বিরাটের সঙ্গে প্রথম আলাপ হয় ইসাবেলের। মডেল-অভিনেত্রী জানিয়েছিলেন ভারত সফরের সময় বিরাটই তাঁর প্রথম বন্ধু ছিলেন। প্রথম বার দেখা করার পর ইসাবেল এবং বিরাট প্রায় দু’বছর ‘ডেট’ করেছিলেন বলে ইসাবেল দাবি করেছেন। তবে, ইসাবেল নামে কোনও ব্রাজ়িলীয় বান্ধবীর সঙ্গে সম্পর্কের কথা কখনও উল্লেখ করেননি বিরাট। তাই ইসাবেলের এই দাবির সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। ইসাবেল অবশ্য পাল্টা যুক্তি দিয়ে পরে জানিয়েছিলেন তাঁরা দু’জনেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাননি কখনওই। অভিনেতা সিদ্ধার্থের সঙ্গেও তাঁর বন্ধুত্বের কথা তুলেছেন মডেল অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘‘সিদ্ধার্থ কেবল আমার বন্ধু এবং আমরা একসঙ্গে সময় কাটাই।’’

১৯৯০ সালে ব্রাজ়িলে জন্ম হয় ইসাবেলের। মডেলিং দিয়েই তার ফ্যাশন দুনিয়ায় হাতেখড়ি। বহু খ্যাতনামী প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ ছিলেন তিনি। ২০১২ সালে আমির খানের থ্রিলার ‘তলাশ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ইসাবেল। বলিউডে তাঁর অভিনীত ছবির সংখ্যা হাতেগোনা। গুটিকয় তেলেগু ছবিতেও অভিনয় করেন ইসাবেল। ২০২০ সালে ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’-এর পর আর কোনও ভারতীয় ছবিতে ইসাবেলকে দেখা যায়। স্বামী ও দুই কন্যাকে পুরোদস্তুর সংসারী ইসাবেল এখন কাতারের দোহাতে থাকেন। ইনস্টাগ্রামে অবশ্য প্রায়ই তাঁকে ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। সমাজমাধ্যমে তাঁর অনুগামী সংখ্যা পাঁচ লক্ষের বেশি।

Viral Post Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy