পথকুকুরের জন্মদিন পালন। একদল তরুণ পালন করলেন তাঁদের প্রিয় ‘লুডোভাই’-এর জন্মদিন। রাস্তার কুকুরের জন্মদিনে আর তেমন কী হবে, এ রকম যদি ভেবে থাকেন তা হলে ষোলো আনা ভুল ভাবছেন। লুডোভাইয়ের জন্মদিনের আড়ম্বর হার মানাবে আর পাঁচটা সাধারণ জন্মদিনকে। রাস্তার মোড়ে বড় হোর্ডিংয়ে লুডোর ছবি লাগিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। হুডখোলা জিপে লুডোভাইকে বসিয়ে ঘুরতেও নিয়ে যাওয়া হয়েছে। জন্মদিন পালনের মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সংবাদমাধ্যম অনুসারে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেওয়াস শহরে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মোড়ে একটি বড় ব্যানার টাঙানো হয়েছে। যেই ব্যানারে আদরের লুডোভাইয়ের ছবি লাগিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। লেখা হয়েছে, ‘‘আমাদের প্রিয়, বিশ্বস্ত এবং হিংস্র লুডোভাইকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’’ কিন্তু এখানেই শেষ নয়। প্রিয় সারমেয়টির জন্য তরুণের দল গাড়ির শোভাযাত্রাও বার করেছিলেন। শোভাযাত্রার মাঝের দিকে রয়েছে একটি হুডখোলা জিপ। সেই জিপের বনেটে কুকুরটিকে নিয়ে বসেছে এক জন তরুণ। বাকি প্রায় ১০-১২ জন তরুণ জিপের পিছন দিকে দাঁড়িয়ে রয়েছেন। সকলের মুখেই আনন্দের ছাপ স্পষ্ট। ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে লুডোভাইকে। অজস্র মালা গলায় নিয়ে বসে অবাক চোখে চারপাশ চেয়ে চেয়ে দেখছিল কুকুরটি। সব শেষে কেকে কেটে লুডোভাইয়ের জন্মদিনের জমকালো অনুষ্ঠান শেষ করা হল। সেই কেকের প্রথম ভাগীদার আদরের লুডোভাই। তরুণেরা ভালবেসে তার মুখে একটি কেকের টুকরো ঢুকিয়ে দিলেন। লুডোভাইও চেটেপুটে সেই কেক খেয়ে নিল। সারমেয়র জন্মদিন পালনের মন ভাল করে দেওয়া সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘অন্সু_০৯_চৌহান’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। প্রায় ১৬ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। নেটাগরিকেরা নানা ভাল ভাল মন্তব্যে মন্তব্যবাক্স ভরিয়ে দিয়েছেন। নেটাগরিকদের একাংশ লুডোভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একটি অবোলা জীবের প্রতি এই নিঃস্বার্থ ভালবাসার কাজের প্রশংসা করেছেন অনেকে।