ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছিল আতশবাজি। মাঝরাস্তাতেই ফাটল সেই বাজি। বিস্ফোরণে উড়ে গেল গোটা ট্রাকটিই। রাস্তাতেই দৃশ্যমান হল হাজার হাজার রঙের ফুলঝুরি। বিপুল পরিমাণ বাজি ফাটতে দেখা গিয়েছে যা দেখে হতবাক হয়ে গিয়েছেন প্রত্যক্ষদর্শীরাও। জাতীয় সড়কে চলন্ত অবস্থাতেই আগুন ধরে যায় ট্রাকটিতে। মুহুর্মুহু বাজি ফেটে আকাশ ভরে যায় রঙিন আলোকে। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। এক্স হ্যান্ডল থেকে প্রচারিত হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে জাতীয় সড়কে চলন্ত ট্রাকটিতে আগুন ধরে যায়। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ঘটনাটি চিনের শানসি প্রদেশে। ঘটনাটি ২১ মে’র। ট্রাকে রাখা আতশবাজিগুলি ফাটা শুরু করতেই পুরো আকাশ আলোকিত হয়ে ওঠে। ভাইরাল ভিডিয়োটি প্রায় ১৪ মিনিট ৪৬ সেকেন্ডের। সেখানে দেখা গিয়েছে একটানা আতশবাজিগুলি ফেটে চলেছে। থামার কোনও লক্ষণই নেই। এই বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি ‘ম্যানিয়াইউএফও’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে অবাক হয়েছেন নেটাগরিকেরা। কয়েক হাজার মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রচুর মানুষ এতে লাইক ও কমেন্ট করেছেন। ভিডিয়ো দেখে এক জন লিখেছেন, দৃশ্যটি দেখে মনে হয়েছে এটি যেন সিনেমার শেষের কোনও দৃশ্য।