ভাইরাল ভিডিয়োও দেখা যাচ্ছে দুই সহপাঠী দু’জনকে মারধর করছে। ছবি: সংগৃহীত।
ভরা ক্লাসে ধুন্ধুমার। প্রথমে ঘুষোঘুষি তার পর একে অন্যকে লাথি মারছে দুই কিশোর। পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে সহপাঠীরা। দু’জনকে সরাতে দৌড়ে এলেন এক শিক্ষক। কিন্তু তিনিও পারেননি। ধাক্কাধাক্কিতে সরে পড়লেন শিক্ষক। আবার হাতাহাতি শুরু করল দুই ছাত্র। পরে ওই শিক্ষকই দুই ছাত্রকে সামলান। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিয়ো। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
‘ঘর কে কালিশ’ নামে একটি টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, সবুজ টি-শার্ট পরা দুই কিশোর নিজেদের মধ্যে মারামারি করছে। সহপাঠীদের কেউ কেউ উঠে দাঁড়িয়ে রয়েছে। কেউ কেউ দিচ্ছে হাততালি। একটি কোচিং সেন্টারের মধ্যে এই মারামারির ঘটনা ঘটেছে। তবে জায়গাটি কোথায় তা এই ভাইরাল ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এক বান্ধবীর জন্য লড়াইয়ে নামে দুই কিশোর।
ভিডিয়োতে যে পড়ুয়াদের দেখা যাচ্ছে, তারা একটি কোচিং সেন্টারের ইউনিফর্ম পরে রয়েছে। এক এক জনের বসার জন্য আলাদা ডেস্ক আছে। সামনে ব্ল্যাক বোর্ড। সেখানেই মারামারিতে জড়ায় দুই বন্ধু।
Kalesh Over Girls In Allen Institute pic.twitter.com/WTtfTW7B71
— r/Ghar Ke Kalesh (@gharkekalesh) October 11, 2022
ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। তাতে টিপ্পনী কাটছেন কেউ কেউ। কোনও কোনও সমাজমাধ্যম ব্যবহারকারীরা আবার বলছেন, ‘এটাই শৈশব’। এই মারামারির ভিডিয়ো দেখতে গিয়ে নিজেদের স্কুলবেলা মনে পড়ে গেল তাদের। কারও মতে, ‘জয়েন্টের প্রস্তুতি নিতে এসে মিক্সড মার্শাল আর্টের প্রস্তুতি নিচ্ছে দুই পড়ুয়া।’ কেউ আবার লিখেছেন, ‘ভিডিয়ো দেখে আমার ভাইকে মনে পড়ে গেল।’
Reminded me of my school days, feels so nostalgic 🤧😂 https://t.co/VZJW3Kh6KK
— Ananth L Upadhyaya (@iAnanthUpadhya) October 11, 2022
ইতিমধ্যে এই ভাইরাল ভিডিয়োটি এক লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। শেয়ারও হচ্ছে দেদার। তাতে নিজেদের মনের মতো ‘ক্যাপশন’ জুড়ে দিতে ভুলছেন না কেউই।