চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন যুবক! হাতেনাতে ধরা পড়ে অদ্ভুত ‘শাস্তি’ পেলেন তিনি। জিমে টেনে নিয়ে গিয়ে ভারী ভারী লোহালক্কড় তোলানো হল তাঁকে দিয়ে। করানো হল কঠিন কঠিন ব্যায়াম। আর তা করতে গিয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হল ওই যুবকের। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কক্সবাজারে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবককে জোর করে জিম করাচ্ছেন জনাকয়েক যুবক। সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করছেন। কাঁদতে কাঁদতে জিমে লোহালক্কড় তুলতে হচ্ছে ওই যুবককে। এর বাইরে তাঁকে দিয়ে ওজন নিয়ে ওঠবস এবং পুশ-আপও করানো হয়। বার বার পায়ে ধরে তাঁকে ছেড়ে দেওয়ার আবেদন জানান যুবক। শেষে ক্লান্ত হয়ে মেঝেয় বসে পড়েন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। পোস্টে দাবি করা হয়েছে, চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন ওই যুবক। আর তার জন্যই তাঁকে জোর করে ব্যায়াম করানো হয়। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও ঘটনাটি নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ আবার বিষয়টিকে ‘অমানবিক’ তকমা দিয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বেশ হয়েছে। চুরির শাস্তি এ রকমই অভিনব হওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘অমানবিক! পুলিশের হাতে তুলে দেওয়া যেত। নিজেরা কেন কেরামতি দেখাচ্ছেন?’’