Advertisement
E-Paper

ভাত-ডাল নয়, ইঞ্জিনের লিটার লিটার তেলই প্রতি দিনের খাদ্য! ৩০ বছর ধরে বিষাক্ত ‘খাবার’ খেয়েও সুস্থ প্রৌঢ়

কর্নাটকের শিবমোগা জেলার বাসিন্দা ‘তেল কুমার’ নামেF পরিচিত। ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করা হয়েছে যে তাঁর প্রতি দিনের খাবারের তালিকায় রয়েছে ইঞ্জিনের প্রায় সাত থেকে আট লিটার তেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৮
man consumes engine oil instead of regular food

ছবি: সংগৃহীত।

ভাত, রুটি, ডাল, তরকারি নয়। সারা দিনের খোরাক বলতে ইঞ্জিনের ৭ থেকে ৮ লিটার তেল! বেঁচে থাকার জন্য ইঞ্জিনের তেলই নাকি তাঁর যথেষ্ট। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনা সত্যি। এক আধ দিন নয় ৩০ বছর ধরে কর্নাটকের এক ব্যক্তি নাকি কোনও খাবার না খেয়ে ইঞ্জিনের তেল খেয়ে বেঁচে রয়েছেন! সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদন অনুসারে, শিবমোগা জেলার বাসিন্দা ওই প্রৌঢ় ‘তেল কুমার’ নামে পরিচিত। ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করা হয়েছে, তাঁর প্রতি দিনের খাবারের তালিকায় থাকে শুধুমাত্র সাত থেকে আট লিটার তেল। তেল ছাড়া একমাত্র চা পান করেন তিনি। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, তাঁকে খাবার দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। পরিবর্তে তাঁকে বোতল থেকে কালো রঙের ঘন তেল পান করতে দেখা গিয়েছে। দীর্ঘ তিন দশক ধরে ইঞ্জিনের তেল খেয়ে জীবনযাপন করলেও, তাঁকে নাকি কখনও হাসপাতালে ভর্তি হতে হয়নি। পোস্টে উল্লেখ করা হয়েছে যে, তিনি এমন কোনও বড় স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হননি যার জন্য চিকিৎসার প্রয়োজন হয়।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর সমাজমাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়েছে। পোস্টটিতে উল্লেখ করা হয়েছে, তেল খেয়েও সুস্থ থাকার নেপথ্যে ভগবান আয়াপ্পার আশীর্বাদ রয়েছে বলে বিশ্বাস করেন ওই প্রৌঢ়। তিনি মনে করেন, ঈশ্বরের সমর্থন ছাড়া এত বছর ধরে এত অস্বাভাবিক খাদ্যাভ্যাসে বেঁচে থাকা তাঁর পক্ষে সম্ভব হত না। ভিডিয়োয় আড়াই লক্ষ মানুষ লাইক দিয়েছেন। লক্ষ লক্ষ বার ভিডিয়োটি দেখা হয়েছে। নেটাগরিকদের একাংশ মনে করছেন, ফুসফুসে তেল ঢুকে গেলে গুরুতর সংক্রমণের শিকার হতে পারেন ওই প্রৌঢ়। এমনকি প্রাণ সংশয় হতে পারে তাঁর।

Karnataka Insta Reel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy