চলন্ত ট্রেন থেকে নামার ঝুঁকি না নেওয়ার জন্য বার বার সতর্ক করেন রেল কর্তৃপক্ষ। তা সত্ত্বেও প্রাণের মায়া না করে যাত্রীরা চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এর ফলে ঘটে দুর্ঘটনা। বরাত ভাল থাকলে প্রাণ বাঁচে। রেলের নিরাপত্তা কর্মীদের চোখ পড়লে তাঁরা যাত্রীদের উদ্ধার করেন। এমনই এক শিউরে ওঠা ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। যেখানে এক তরুণকে দেখা গিয়েছে ভয়াবহ ভাবে রেলের কামরা থেকে ঝুলে ঝুলে নামার চেষ্টা করছেন। তার ফল অবশ্য ভয়ঙ্কর হয়েছে। ভিডিয়োটি একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সেই ভি়ডিয়োয় দেখা গিয়েছে, দ্রুতগতিতে চলছে একটি ট্রেন। এক তরুণ দরজার নীচে ঝুলছেন। তাঁর হাত টেনে রেখেছেন কয়েক জন যাত্রী। চাকার সমান্তরালে ট্রেনের সঙ্গে ঝুলে ঝুলে যাচ্ছেন ওই যাত্রী। তরুণের পা মাটিতে ঘষে যাচ্ছে। তিনি পা দিয়ে মাটি আঁকড়ে ধরার চেষ্টা করছেন, যাতে ট্রেনের গতি কমলে নেমে যেতে পারেন। ভিডিয়োটি কবে বা কোথায় ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। ৩৪ সেকেন্ডের ভিডিয়োর শেষটা মর্মান্তিক। বহু চেষ্টা করেও ওই যাত্রীকে চাকার উপর থেকে কামরায় টেনে তোলা সম্ভব হয়নি। ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার সঙ্গে সঙ্গে তরুণ কামরায় থাকা যাত্রীদের হাত ফসকে চাকার নীচে চলে যান। ওই যাত্রীর পরিণতি কী হয়েছিল তা ভিডিয়োয় জানা যায়নি। এখানেই ভিডিয়ো শেষ হয়ে যায়।
আরও পড়ুন:
ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারী। ‘আশিষ রাজপুত’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। কয়েক হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। প্রচুর মন্তব্য জমা পড়েছে ভিডিয়োয়।