দলে দলে মানুষ ছুটে চলেছেন সরু রাস্তা দিয়ে। মন্দিরে পুজো দিয়ে মনোস্কাম পূর্ণ করার জন্য ভিড় করেছেন অগুনতি মানুষ। এই পুজোয় দেবতাকে সন্তুষ্ট করার জন্য উপচার হিসাবে ভক্তেরা শরীরে জড়িয়ে নেন জ্যান্ত সাপ। এক বা একাধিক সাপ নিয়ে উল্লাস করতে করতে ভক্তেরা জড়ো হন মন্দিরে। বিহারের সমস্তিপুরের সিংহিয়া ঘাটে শত শত মানুষ জড়ো হন নাগ পঞ্চমী মেলায় যোগ দিতে। এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসাবে বয়ে নিয়ে যাওয়া হয় সাপ। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সিংহিয়া বাজারের মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শয়ে শয়ে ভক্ত বুড়ি গণ্ডক নদীর তীরে জমা হন। তাঁদের প্রত্যেকের হাতেই থাকে এক বা একাধিক সাপ। কেউ হাতে সাপ নিয়ে ঘোরেন, কেউ মাথার উপরে রাখেন, আবার কেউ সাপকে গলায় পেঁচিয়েও রাখেন। এই রীতি শত শত বছরের পুরনো। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, সকলের হাতেই রয়েছে একটি করে সাপ। কেউ সেটাকে গলায় জড়িয়ে রেখেছেন। কেউ আবার মাথার উপরে তুলে ধরে দৌড়চ্ছেন। ভক্তদের মধ্যে অনেকেই আবার সাপের মুখে চুমু খাওয়ার চেষ্টা করছেন। সমস্তিপুর ছাড়াও বিহারের মিথিলা এলাকার খাগড়িয়া, সহরসা, মুজফ্ফরপুর-সহ একাধিক জায়গা থেকে ভক্তেরা জমায়েত হন এই মেলায়। পুজো সম্পন্ন হওয়ার পর সাপগুলিকে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
মেলায় আসা স্থানীয় মানুষেরা জানিয়েছেন বছরের পর বছর ধরে এই ঐতিহ্যবাহী রীতি পালন করে আসছেন তাঁরা। মহিলারা ভাল ফসল, সন্তানকামনা এবং পরিবারের সুখ ও সমৃদ্ধির মানত করে পূজার্চনা করেন। স্থানীয়দের দাবি, এত দিন ধরে সাপ নিয়ে মিছিল করলেও আজ পর্যন্ত কোনও ভক্তকে সাপের কামড় খেতে হয়নি। ভিডিয়োটি ইনস্টাগ্রামে একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে শিউরে উঠছে নেটাগরিকেরা। এ ভাবে সাপকে শরীরের সঙ্গে জড়িয়ে নিয়ে দল বেঁধে পুজো দিতে যাওয়ার প্রথা দেখে অবাক হয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীদের একাংশ।