প্র্যাঙ্ক ভিডিয়ো তৈরি করে সমাজমাধ্যমে খ্যাতি পাওয়ার জন্য নানা উদ্ভট কাণ্ড করে থাকেন অনেকেই। রাস্তাঘাটে, রেলস্টেশন বা কামরায় উঠে পথচলতি জনতা, যাত্রীদের সঙ্গে মজা করতে গিয়ে সব সময় ফল ভাল হয় না। তেমনই এক ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যমে বলা হয়েছে ঘটনাটি বিহারের সিওয়ানের। রেলের কামরায় উঠে যাত্রীদের সঙ্গে প্র্যাঙ্ক করার ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে দু’-তিন জন তরুণ মাথায় একটি বস্তা নিয়ে যাত্রী সেজে কামরায় ওঠার জন্য ঠেলাঠেলি করছে। বেশ ভিড় ছিল কামরায়। ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। একটি সাধারণ বগির দরজার কাছে যাত্রীরা ভিড় করে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ ওঠার চেষ্টা করছেন। ইতিমধ্যে সেখানে তোয়ালে দিয়ে মুখ ঢেকে এক জন যুবক আসেন। মাথায় একটি বস্তা, সেটির মুখ খোলা। বস্তাটি মাথায় নিয়ে ট্রেনে ওঠেন তিনি। আচমকাই সেই বস্তাটি যাত্রীদের মাথায় উপুড় করে দেন। মুহূর্তের মধ্যে সাদা গুঁড়োয় ভরে যায় যায় যাত্রীদের শরীর। ভিডিয়ো দেখে মনে হচ্ছে সেটি আটা বা ময়দা। এই ঘটনায় যাত্রীর হকচকিয়ে যান। নিজেদের বাঁচানোর চেষ্টা করেন তাঁরা। তাতে বিশেষ লাভ হয় না, যাত্রীদের অনেকের মাথা ও শরীরে ছড়িয়ে পড়ে সাদা বস্তুটি।
প্র্যাঙ্কটি করার পর কামরা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান যুবকেরা। ‘ছাপরাজিলা’ নামের একটি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখে নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। স্রেফ মজা করার জন্য যাত্রীদের এ ভাবে হেনস্থা করা নিয়ে ক্ষুব্ধ নেটাগরিকদের একাংশ। এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। ভিডিয়োটি ৪ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রায় চার হাজার নেটমাধ্যম ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে।