চুলের ভেতর নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে সাপ। যাঁর খোঁপার মধ্যে সাপটি আটকে রয়েছে, তিনিও অকুতোভয়। শান্ত ভাবে বসে রয়েছেন ঘরের ভেতরে। সেই অদ্ভুত গা শিরশির করা ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসার পর তা দেখে হইচই পড়ে গিয়েছে। ভিডিয়োয় এক তরুণীকে চুলের মধ্যে সাপ জড়িয়ে বসে থাকতে দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সাধারণত মহিলারা নানা রকমের ক্লিপ ও ফুল দিয়ে সাজসজ্জা করতে পছন্দ করেন। কিন্তু এই তরুণী সে সমস্ত বাদ দিয়ে জ্যান্ত সাপ ব্যবহার করে চুলের অভিনবত্ব তৈরি করতে চেয়েছেন। সেই ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়ো দেখে নেটাগরিকেরা যেমন হতবাক হয়েছেন, তেমনই ভয়ে শিউরে উঠেছেন।
ভিডিয়োয় দেখা গিয়েছে বাদামি রঙের কালো ডোরাকাটা সরু ছোট একটি জীবন্ত সাপের সাহায্যে তাঁর চুল বেঁধে রেখেছেন এক তরুণী। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে, চুলে আটকে থাকা সাপটি চুলের ফাঁক দিয়ে মাথা বার করে এ দিক-ও দিক ঘোরাচ্ছে। মাঝেমাঝে চেরা জিভ বার করে তরুণীর ঘাড় স্পর্শ করছে সরীসৃপটি। সেই দৃশ্য দেখে মনে হতে পারে সাপটি তরুণীর ঘাড়ের উপর যে কোনও সময় ছোবল মারতে পারে। কিন্তু তা সত্ত্বেও তরুণীর কোনও হেলদোল নেই। দিব্যি সাপকে অলঙ্কার বানিয়ে শান্ত ভাবে বসে রয়েছেন। পিছন থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন আর এক জন।
এই ভিডিয়োটি এখনও পর্যন্ত সমাজমাধ্যমে কয়েক লক্ষ বার দেখা হয়েছে। হাজার হাজার মানুষ তাতে লাইক দিয়েছেন। প্রচুর প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘বাজারে কি ফুলের মালার আকাল পড়েছে!’’ অন্য এক জন লিখেছেন, ‘‘শখও বলিহারি।’’