Advertisement
E-Paper

রাস্তায় শুয়ে, জড়িয়ে ‘রোম্যান্টিক স্টান্ট’ দেখাল বাহন জুটি! লাঠি দিয়ে কসরত করে আলাদা করা হল ‘প্রেমিক যুগল’কে

একটি ভিডিয়োয় দেখা গিয়েছে দু’টি বাইক মাটিতে পড়ে থাকা অবস্থায় পরস্পরকে জড়িয়ে ঘুরে চলেছে। অদ্ভুত এই দৃশ্য দেখে স্থানীয় ও পথচলতি মানুষের ভিড় জমে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১০:৪৯
two bikes were seen engaged in a couple dance

ছবি: সংগৃহীত।

চলন্ত বাইকে প্রেমিক-প্রেমিকা জুটির একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ভিডিয়ো হামেশাই চোখে পড়ে সমাজমাধ্যমে। এ বার রাজস্থানের জয়পুরের রাস্তায় দেখা গেল দুই বাইকের ‘ঘনিষ্ঠ’ হওয়ার দৃশ্য। আরোহীবিহীন দু’টি বাইক পরস্পরকে জড়িয়ে বৃত্তাকারে ঘুরে যাচ্ছে। জয়পুরের মানসরোবর এলাকায় সম্প্রতি এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থেকেছেন পথচারীরা। সেই ঘটনাটি ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। বাইকের নাচের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দু’টি বাইক ব্যস্ত রাস্তার মাঝে পড়ে রয়েছে। একটি বাইকের সঙ্গে আর একটি জুড়ে গিয়ে গোল গোল হয়ে পাক খাচ্ছে। ঠিক যেন দু’টি বাইক আরোহী ছাড়া স্টান্ট দেখানোর চেষ্টা করছে। সেই দৃশ্য দেখে রাস্তায় ভিড় জমে যায় উৎসুক জনতার। যদিও দেখে মনে হচ্ছে বাইক দু’টির আরোহীরা নিজেরা কোনও স্টান্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কোনও ভুলের কারণে সেই স্টান্টটি ব্যর্থ হয়ে এই কাণ্ডটি ঘটে যায়। বেশ কিছু ক্ষণ এটি চলতে থাকে। বাইকের আরোহীরা লাঠি হাতে বাইকগুলিকে থামানোর চেষ্টা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর বাইকগুলি থামানো হয়। রাস্তাটি আবার যাতায়াতের জন্য খালি করা হয়।

ইনস্টাগ্রামের ‘জয়পুরকাজলওয়া’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ১২ লক্ষেরও বেশি লাইক জমা পড়েছে ভিডিয়োয়। প্রচুর মানুষ মজার মজার প্রতিক্রিয়া জানিয়েছেন মন্তব্য বিভাগে। অনেকেই বাইক দু’টিকে প্রেমিকযুগল বলে মন্তব্য করেছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘আমার চেয়ে গাড়ির প্রেমজীবন ভাল।’’ অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘‘সকলে ভিড় করে কেন দেখছে? ওদেরও একটু গোপনীয়তা প্রয়োজন।’’

Bike Stunt Insta Reel Viral News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy