স্বামীকে অন্য তরুণীর সঙ্গে হাতেনাতে ধরে ফেলেছিলেন স্ত্রী। প্রতিবাদ করতেই স্ত্রীকে রাস্তায় ফেলে পেটালেন তাঁর স্বামী ও প্রেমিকা। মাথায় আঘাত পেয়েছেন তরুণী। ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসির। এক তরুণ এবং তাঁর বান্ধবী ভরা বাজারে স্ত্রীকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে স্বামীকে অন্য এক মহিলার সঙ্গে দেখতে পান মোহিনী যাদব নামের তরুণী। তাঁদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। আহত তরুণীর সাক্ষাৎকারের একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে। যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভিডিয়োয় মোহিনীকে বলতে শোনা গিয়েছে, তাঁর স্বামী শিবম দু’মাস ধরে অন্য এক তরুণীর সঙ্গে বসবাস করছেন। বাজারে ওষুধের দোকানে তাঁদের দু’জনকে একসঙ্গে দেখতে পান মোহিনী। স্বামীর কাছে কৈফিয়ত চাওয়ায় তাঁদের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, তিন জনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মোহিনী ও তাঁর স্বামীর বান্ধবী একে অপরের সঙ্গে চুলোচুলি শুরু করেন। স্ত্রীকে থামাতে শিবম তাঁর চুল ধরে টানতে থাকেন। বাদানুবাদ আরও তীব্র হয়ে ওঠে।
আরও পড়ুন:
এর পরই শিবম মোহিনীকে রাস্তায় ফেলে চড় মারতে শুরু করেন বলে অভিযোগ। তিনি ও তাঁর প্রেমিকা মিলে মোহিনীকে লাথিও মারেন। মোহিনীর দাবি, শিবম মেরে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছেন। তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন দু’জনে, অভিযোগ করেছেন তিনি। ঘটনার পর থানায় অভিযোগ জানিয়েছেন আহত তরুণী। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।