বাবা-মায়ের সঙ্গে জলাশয়ে স্নান করতে যাচ্ছিল হাতির ছানা। মাটির রাস্তা দিয়ে জলাশয়ে নেমে পড়েছিল তার মা। সেই একই পথ অনুসরণ করছিল হস্তীশাবক। কিন্তু তাতেই হল বিপদ। পিছলে গিয়ে ঘাড় উল্টে জলাশয়ের ধারে পড়ে গেল সে। উঠে পড়ার হাজার চেষ্টা করেও ব্যর্থ হল বাচ্চা হাতিটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘নিউ_এলিফ্যান্ট_হোম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলের ভিতর জলাশয়ে পরিবার নিয়ে স্নান করতে যাচ্ছে একটি হস্তীশাবক। মা হাতি ইতিমধ্যেই জলাশয়ে নেমে পড়েছে। সেই পথে ছোট্ট ছোট্ট পায়ে জলাশয়ে নামছিল হাতির ছানা। কিন্তু জলে নামতে গিয়ে টাল সামলাতে পারল না সে। পা পিছলে, মুখ থুবড়ে পড়ে গেল হস্তীশাবকটি।
পা ছড়িয়ে কোনও ভাবেই আর উঠতে পারছিল না সে। কাদায় মাখামাখি অবস্থা হয়ে যায় তার। বাবা হাতিটি পিছন পিছন নামলে কোনও মতে উঠে পড়ে হাতির ছানাটি। তার পর বাবা-মায়ের মাঝে গুটি গুটি পায়ে এগিয়ে যায় হস্তীশাবক। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘হাতির ছানার কাণ্ড দেখে হাসতে হাসতে পেটব্যথা হয়ে গেল।’’