ছয় জন তরুণের সঙ্গে সম্পর্কে রয়েছেন তরুণী। একই সঙ্গে ছ’জনকে ডেট করছেন তিনি। কিন্তু কেউই অন্য কারও কথা জানতেন না। গোপনেই ‘প্রেম-পিরিতি’ চালিয়ে যাচ্ছিলেন তরুণী। হঠাৎ প্রেমিকার এই কীর্তির কথা জানতে পারেন এক তরুণ। তরুণীকে হাতেনাতে ধরতে এক ফন্দি আঁটেন তিনি। ‘সারপ্রাইজ়’ দেওয়ার নাম করে প্রেমিকার অন্য প্রেমিকদেরও একই রেস্তরাঁয় ডেকে ফেলেন ওই তরুণ।
আরও পড়ুন:
-
রেলস্টেশনে চাদরের নীচে আদরে মত্ত যুগল, টেনে চাদর খুলে দিলেন যাত্রীরা! তার পর... ভিডিয়োয় বিতর্ক
-
তারকা-কন্যার সঙ্গে বিচ্ছেদের পর অন্য নায়িকায় মন! বিদেশভ্রমণেও অভিনেত্রীর সঙ্গী মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতি?
-
ঘূর্ণিঝড়ে মহিলাকে নিয়ে উড়ে গেল আস্ত বাড়ি, পড়েও গেল মুহূর্তে! ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল
একসঙ্গে ছয় প্রেমিককে দেখে হতভম্ব হয়ে যান তরুণী। ধরা পড়ে গিয়ে কাঁদতে শুরু করে দেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘অ্যারুক্রিয়েট.ইন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় ধরা দিয়েছে এক রেস্তরাঁর ভিতরের দৃশ্য। প্রেমিকার চোখ ঢেকে বসে রয়েছেন তাঁর প্রেমিক। রেস্তরাঁয় গিয়ে প্রেমিকাকে ‘সারপ্রাইজ়’ দিতে চাইছেন তিনি। প্রেমিকারও কৌতূহলের সীমা আর ধরে রাখা যাচ্ছে না।
সেই রেস্তরাঁর দরজা খুলে ভিতরে প্রবেশ করতে শুরু করলেন কয়েক জন তরুণ। এক জন সেই তরুণীর পাশে বেঞ্চে গিয়ে বসে পড়লেন। বাকিরা দাঁড়িয়ে রইলেন তরুণীর সামনে। চোখ থেকে হাত সরিয়ে তরুণীর সেই প্রেমিকও উঠে পড়লেন। জানা গিয়েছে যে, এই ঘটনাটি বাংলাদেশের ঢাকায় ঘটেছে।
আরও পড়ুন:
ওই তরুণী একসঙ্গে ছ’জন তরুণকে ডেট করতেন। প্রেমিকার কীর্তিকলাপ জানতে পেরে পরিকল্পনামাফিক অন্য প্রেমিকদেরও রেস্তরাঁয় ডাকেন তরুণ। প্রেমিকাকে ‘সারপ্রাইজ়’ দেওয়ার নাম করে তাঁর কীর্তি ফাঁস করতে চেয়েছিলেন তরুণ। হাতেনাতে ধরা পড়ে গিয়েছেন দেখে রেস্তরাঁয় বসে কান্নাকাটি করতে শুরু করলেন সেই তরুণী।