দুপুরের চাঁদিফাটা গরমে বাইরে বেরোনোর আগে ওড়না দিয়ে চোখমুখ ঢেকে ফেলেন তরুণী। গন্তব্যের ঠিকানা দিয়ে বাড়ি থেকেই অনলাইনে বাইক বুক করেন তিনি। নির্দিষ্ট সময়ে তরুণীর ঠিকানায় বাইক নিয়ে পৌঁছে যান চালক। গন্তব্যের উদ্দেশে আরোহীকে নিয়ে রওনা হন বাইকচালক।
কিন্তু মাঝরাস্তায় তরুণীর সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায় তাঁর। কথা কাটাকাটির মাঝে তরুণীর গালে ঠাস করে চড় মারেন চালক। থাপ্পড়ের ঠেলায় বেসামাল হয়ে রাস্তায় পড়ে যান তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ইনকগনিটো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণীকে রাস্তায় দাঁড়িয়ে চড় মারছেন এক তরুণ। চড় খেয়ে বেসামাল হয়ে রাস্তায় পড়ে যান ওই তরুণী। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার এই ঘটনাটি বেঙ্গালুরুর জয়নগর এলাকায় ঘটেছে। তরুণীর দাবি, তিনি অনলাইনে বাইক বুক করেছিলেন।
ওই চালক খুব জোরে বাইক চালাচ্ছিলেন। তাঁকে সাবধানতা অবলম্বন করে বাইক চালানোর অনুরোধ করেন তিনি। কিন্তু বাইকচালক নাকি তরুণীর কথায় কর্ণপাত করেননি। তিনি রাস্তা দিয়ে ঝড়ের গতিতে বাইক ছোটাচ্ছিলেন। তাই মাঝরাস্তায় তাঁকে বাইক থামানোর নির্দেশ দেন তরুণী। তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়।
আরও পড়ুন:
ঝগড়া চলাকালীন হঠাৎ তরুণীর গালে চড় বসিয়ে দেন বাইকচালক। সঙ্গে সঙ্গে বেসামাল হয়ে রাস্তায় পড়ে যান তরুণী। স্থানীয় পুলিশের কাছে ওই চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। তবে বাইকচালকের দাবি, তরুণীই নাকি আগে তাঁর গায়ে হাত তুলেছেন। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে অনর্গল ইংরেজি ভাষায় চালকের সঙ্গে তর্ক করে চলেছিলেন তরুণী। কন্নড় ভাষা ছাড়া অন্য কোনও ভাষায় দড় নন চালক।
আরও পড়ুন:
তিনিও স্থানীয় ভাষায় তরুণীর সঙ্গে তর্ক চালিয়ে যান। মাঝরাস্তায় গাড়ি থেকে নেমে পড়ে ভাড়া না মিটিয়ে সেখান থেকে চলে যেতে চেয়েছিলেন তরুণী। রাগের মাথায় ঝগড়া চলাকালীন তরুণীকে চড় মেরে দেন ওই চালক। পুলিশ তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।