ইনস্টাগ্রামে রিলের ভিডিয়ো নকল করা নিয়ে ঝামেলা। প্রকাশ্য রাস্তায় ডব্লিউডব্লিউইর ধাঁচে মল্লযুদ্ধ করতে দেখা গেল দুই তরুণীকে! একে অপরের চুলের মুঠি ধরে দিলেন বেদম প্রহার। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলীতে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যেও এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ইনস্টাগ্রামের ভিডিয়ো নকল করা নিয়ে ধুন্ধুমার বাধে দুই তরুণীর মধ্যে। বাগ্বিতণ্ডা শীঘ্রই মারামারির রূপ নেয়। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জায়গায় তরুণ-তরুণীদের ভিড় জমেছে। হঠাৎই সেখানে উপস্থিত দুই তরুণীর মধ্যে ঝামেলা শুরু হয়। চুলোচুলি শুরু করেন তাঁরা। উপস্থিত অনেকে তাঁদের নিরস্ত করেন। এর কিছু ক্ষণ পরে অন্য একটি জায়গায় গিয়ে আবার লড়াই শুরু হয় দুই তরুণীর মধ্যে। সেখান থেকে সরানোর পর তৃতীয় একটি জায়গায় গিয়ে মারামারি শুরু করেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কাজল যাদব’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ আবার দুই তরুণীর লড়াইকে তুলনা করেছেন ডব্লিউডব্লিউই-র সঙ্গে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যে ভিডিয়োর জন্য এত মারামারি সেটি দেখতে মন চাইছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ তো ডব্লিউডব্লিউই ম্যাচ। খুব মজা পেলাম।’’