চাঁদিফাটা রোদের মধ্যে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল চিতার দল। গাড়ি নিয়ে জঙ্গলে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। গাড়ি দেখেই সে দিকে দৌড় দিল চিতারা। গাড়ির তলায় ছায়া দেখে বসে পড়ল তারা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘বিগ_ক্যাট্স_নেচার_ফোটোগ্রাফি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলে সাফারি গাড়ির তলায় বসে আরাম করছে তিনটি চিতা। অন্য গাড়ি থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন এক জন পর্যটক। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, ঘটনাটি কেনিয়ার আম্বোসেলি জাতীয় উদ্যানে ঘটেছে।
শুধুমাত্র গাড়ির সামনেই নয়, গাড়ির পিছনেও তিনটি চিতা বসে ছিল বলে জানা গিয়েছে। ছায়ায় বসার কারণেই গাড়ির তলায় আশ্রয় নিয়েছে তারা। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘একসঙ্গে এত কাছাকাছি ছ’টি চিতার দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। জঙ্গলে সাফারি করতে যাওয়াই একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা।’’ আবার এক জন মজা করে লিখেছেন, ‘‘যা গরম পড়েছে! চিতাদেরও বা দোষ কী! গরমে চিতাগুলিও কাহিল হয়ে গিয়েছে বোধ হয়। তাই গাড়ির তলায় আশ্রয় নিয়েছে।’’