হাতে হাত রেখে আগামী সাত জন্ম একসঙ্গে থাকার প্রতিশ্রুতি নিচ্ছেন তরুণ-তরুণী। দু’জনের মুখে লেগে রয়েছে স্মিত হাসি। চারদিকের সেই নির্জনতার মাঝে ভেসে আসছে জীবনসঙ্গীর কণ্ঠ— ‘ইন সিকনেস অ্যান্ড ইন হেল্থ’। জাঁকজমক, অতিথির ভিড় দূরে রেখে বরফের গুহায় গিয়ে বিয়ে করলেন দম্পতি। বরফের গুহার গায়ে ‘আইস ক্লাইম্বিং’ করতে করতে আমৃত্যু একসঙ্গে থাকার প্রতিশ্রুতিও দিলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ইউএসএ টুডে’ নামের অ্যাকাউন্ট থেকে ফেসবুকের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সাদা গাউনের উপর মোটা জ্যাকেট পরেছেন এক তরুণী। তরুণের পরনে স্যুট। তার উপরে মোটা জ্যাকেট। দু’জনের হাতেই ট্রেকিংয়ের সামগ্রী। কিন্তু তাঁরা আসলে বিয়ে করবেন। শহর থেকে দূরে গিয়ে নির্জনে বিয়ে সারবেন বলে আইসল্যান্ড গিয়েছেন তাঁরা।
সেখানকার একটি বরফের গুহায় নেমে বিয়ে করলেন দম্পতি। গুহা থেকে উপরে ‘আইস ক্লাইম্বিং’ করে উঠতে উঠতে শপথ নিলেন তাঁরা। সেই শুভ অনুষ্ঠানে কোনও অতিথি উপস্থিত ছিলেন না। শুভ মুহূর্তের সাক্ষীও থাকেননি পাত্র-পাত্রীর পরিবারের সদস্যেরা। বিয়ের পরের দিন এক সমুদ্রসৈকতে যান নবদম্পতি। সেখানেই দুই পরিবারের সদস্যেরা পৌঁছোন। সেখানেই সাদামাঠা ভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।