ভাইবোন সকলে মিলে খেলা করছিল। হঠাৎ তাদের দিকে চোখ পড়ল শিকারির। খরগোশের ছানাদের দিকে লম্বা লম্বা পা ফেলে দৌড়ে গেল পেলিকান। একের পর খরগোশ ছানাদের পটাপট মুখে ভরে ফেলল সে। কিন্তু শিকার করেও লাভ হল না তার। তার পেট থেকে সেই ছানাদের উদ্ধার করা হল। শিকারির মুখ থেকে পুনর্জন্ম পায় খরগোশের ছানারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দ্য ফাইজেন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি পেলিকানের ঠোঁট ফাঁক করে রয়েছেন এক ব্যক্তি। তার গলায় হাত ঢুকিয়ে খরগোশের বাচ্চাদের একে একে টেনে বার করা হচ্ছে।
ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। আসলে, খরগোশের ছানাদের গিলে ফেলেছিল পেলিকানটি। শিকার একেবারে গলা পর্যন্ত পৌঁছে যায় তার। পেলিকানের গলার ভিতর হাত ঢুকিয়ে খরগোশের বাচ্চাগুলিকে একে একে উদ্ধার করা হয়। পেলিকান পাখিদের লম্বা ঠোঁটের নীচে একটি বড় থলি থাকে। এই থলি মাছ অথবা অন্যান্য ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণী শিকার করার জন্য ব্যবহৃত হয়।