জলে নেমে ‘জলের হাতি’কেই তাড়িয়ে দিল দাঁতাল। শুঁড় দুলিয়ে, জল ছিটিয়ে জলাশয় থেকে তাড়িয়ে তবেই শান্তি পেল বিশাল হাতিটি। তার পর নিজেই হেলেদুলে জলাশয়ে স্নান করতে শুরু করল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘স্কটহাইম্যানফোটো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয়ে নেমে এক জলহস্তীর দিকে তেড়ে যাচ্ছে একটি দাঁতাল। শুঁড় দুলিয়ে তাকে জলাশয় থেকে তাড়ানোর চেষ্টা করছে হাতিটি। জলও ছিটিয়ে দিচ্ছে জলহস্তীর দিকে। দাঁতালের রাগ দেখে সেখান থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করল জলহস্তীটি। জলহস্তীটি সেই এলাকা থেকে সরে যেতেই জলাশয়ে ডুব দিল হাতিটি। মনের আনন্দে স্নান করতে শুরু করল সে।
স্নানের ফাঁকে আবার মাথা উঁচিয়ে দেখে নিল, জলহস্তীটি আদৌ সেখান থেকে গিয়েছে কি না। জলহস্তীকে দূরে চলে যেতে দেখে নিশ্চিন্ত হয়ে আবার স্নান করতে মশগুল হয়ে পড়ল হাতিটি। ঘটনাটি বোট্সওয়ানার ভুম্বুরা প্লেন্স এলাকার একটি জলাশয়ে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘হাতিকে দেখে জলহস্তী ভয় পেয়েই দৌড় দিয়েছে।’’