জঙ্গলের মধ্যে পরিবারের সঙ্গে ঘোরাফেরা করছিল এক দাঁতাল। সাফারি করতে সেই চত্বরে গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলেন পর্যটকেরা। পর্যটকদের গাড়ি দেখে রেগে আগুন হয়ে গেল দাঁতাল। শুঁড় তুলে গাড়ির দিকে তেড়ে গেল হাতিটি। হাতির আক্রমণের ভয়ে সেখান থেকে পর্যটকদের নিয়ে পালিয়ে গেলেন চালক। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ফলোয়িংকাইল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি দাঁতাল জঙ্গলের মধ্যে পর্যটকদের গাড়ির দিকে তাড়া করে দৌড়ে যাচ্ছে। হাতিটিকে দেখে গাড়ির চালক তাঁর গাড়িটি ক্রমাগত পিছিয়ে চলেছেন। তার পর গাড়ির মুখ ফিরিয়ে গাড়িটি থামালেন তিনি। তা দেখে আবার চটে গেল দাঁতালটি। গাড়ির দিকে আবার ছুট দিল সে।
হাতির তাড়া খেয়ে সেখান থেকে পর্যটকদের নিয়ে পালিয়ে গেলেন গাড়ির চালক। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে নেটাগরিকদের অধিকাংশের দাবি, জঙ্গলে সাফারি করতে গিয়েছিলেন পর্যটকেরা। হাতি দেখতে গিয়ে গাড়ি নিয়ে তাদের কাছাকাছি চলে যান তাঁরা। পর্যটকদের অনাহূত অতিথি ভেবে সে দিকে তেড়ে যায় একটি দাঁতাল। ভিডিয়োটি দেখে এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘হাতিদের এলাকায় মানুষের অনধিকার প্রবেশ মেনে নিতে পারেনি দাঁতালটি। তাই শুঁড় তুলে তাড়া করেছে।’’