মেঝের উপর চুড়িদার পরে বসেছিলেন এক তরুণী। পিছন থেকে ভেসে আসছিল কিশোর কুমারের কণ্ঠ। ‘মেরে সামনে ওয়ালি খিড়কি মে’ গানটি বাজিয়ে বসে বসেই নাচ করছিলেন সেই তরুণী। তবে নৃত্যশৈলীর দিক দিয়ে তরুণীর চেয়ে কোনও অংশে কম গেলেন না তাঁর বাবা। ছন্দ মিলিয়ে তিনিও পুরোদস্তুর নাচ করে গেলেন। সমাজমাধ্যমে বাবা-মেয়ের এই নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ঋধিমা.সিংহ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণীর সঙ্গে নাচ করছেন এক প্রৌঢ়। দু’জনেই মেঝের উপর বসে রয়েছেন। কিশোর কুমারের গাওয়া ‘মেরে সামনে ওয়ালি খিড়কি মে’ গানটির সঙ্গে নাচ করছেন তাঁরা।
শুধুমাত্র হাতের ভঙ্গিমা এবং অভিব্যক্তি দিয়েই নাচ করছেন বাবা-মেয়ের জুটি। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর তাঁদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। অনেকে আবার মন্তব্যের পাতায় ভালবাসার চিহ্নে ভরিয়ে দিয়েছেন। এক জন নেটব্যবহারকারী ভিডিয়োটি দেখে প্রৌঢ়ের প্রশংসা করে লিখেছেন, ‘‘তরুণীকে তো বলে বলে গোল দিয়েছেন তাঁর বাবা। এই বয়সেও তিনি যেমন নিখুঁত ভাবে অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়।’’