জঙ্গলের গভীরে গাড়িতে চেপে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। কিন্তু মাঝরাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে একটির পর একটি গাড়ি। টুঁ শব্দ করছেন না পর্যটকেরা। গাড়ির চালকও চুপ করে রয়েছেন। কারণ, জঙ্গলের রাস্তা দখল করে পাঁচটি বাঘ বিশ্রাম করছে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘করবেট_দীপাংশ_নানু’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে শুয়ে রয়েছে পাঁচটি বাঘ। কেউ গা এলিয়ে শুয়ে রয়েছে। কেউ আবার বসে বসে আরাম করছে। বাঘের দলের বিশ্রামভঙ্গের সাহস নেই কারও। বরং এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েছেন পর্যটকেরা। এই ঘটনাটি উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানের ঢিকালা জ়োনে ঘটেছে।
বাঘের দলের এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সাফারি করতে গিয়ে এমন দৃশ্যের সাক্ষী থাকা ভাগ্যের ব্যাপার।’’ আবার এক জনের কথায়, ‘‘বাঘগুলির তো কোনও নড়নচড়ন নেই। একই জায়গায় বসে রয়েছে। জঙ্গলের ভিতর সব গাড়ি থামিয়ে দিল তারা।’’