বিছানায় আরাম করে বসেছিল পোষ্য বিড়ালছানা। বিছানায় বসে বসে আম খাচ্ছিল সে। প্রথম বার আম খাওয়ার পর ফলের মিষ্টি স্বাদ মনে ধরে যায় তার। তাই চেটেপুটে আয়েস করে আম খাচ্ছে বিড়ালের ছানা। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ম্যাঙ্গোক্যাটওয়ার্ল্ড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিছানায় আরাম করে বসে রয়েছে বিড়ালছানা। তার সামনে হাতে আম নিয়ে বসে রয়েছেন পোষ্যের মালিক। আমের খোসা ছাড়িয়ে বিড়ালছানাকে আম খাওয়াচ্ছেন তিনি।
প্রথম বার আম খেয়ে খুব আনন্দ পেয়েছে বিড়ালের ছানা। ঘাড় এ দিক-সে দিক বাঁকিয়ে, জিভ দিয়ে চেটে অল্প অল্প করে আম খেয়ে ফেলছে সে। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে বিড়ালছানার আম খাওয়ার ভিডিয়োটি ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘আমের মিষ্টি স্বাদ পেয়ে বড় মজা হয়েছে বিড়ালের ছানার। আমের আঁটির দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে সে। চোখ আর অন্য দিকে সরছে না।’’