জঙ্গলের অনতিদূরে রয়েছে একটি গ্রাম। সেই গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে নেমেছে কচিকাঁচারা। তাদের খেলা দেখতে কাজকর্ম ছেড়ে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে ‘বনের রাজা’। মাঠ থেকে কিছুটা দূরে বসে পড়েছে সে। মন দিয়ে ছেলেদের ফুটবল খেলা দেখছে সিংহ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সাফারিজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলের কাছাকাছি একটি মাঠে ফুটবল খেলতে ব্যস্ত রয়েছে কচিকাঁচারা। জঙ্গলের নিকটবর্তী কোনও গ্রামের বাসিন্দা তারা। জঙ্গলে সাফারি করতে বেরোনো পর্যটকেরাও গাড়ি নিয়ে মাঠের সামনে দাঁড়িয়ে পড়েছেন। কিন্তু মাঠের সামনে অন্য এক ‘দর্শক’ও এসে পড়েছে।
জঙ্গল থেকে বেরিয়ে পড়েছে একটি সিংহ। চুপচাপ বসে মন দিয়ে ফুটবল খেলা দেখছে সে। আফ্রিকার জঙ্গলে সাফারি করতে বেরিয়ে এক জন প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে। সিংহের আচরণ দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এই ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ফুটবলের প্রতি খুব আগ্রহ রয়েছে সিংহের। অন্য কেউ নয়, সিংহটিই এই খেলার সেরা দর্শক।’’