দীপাবলি উপলক্ষে মেয়েকে ঘরদোর পরিষ্কার করতে বলেছিলেন কিশোরীর মা। কিন্তু মায়ের সেই নির্দেশ শুনেই রেগে গেল কিশোরী। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। গ্রামের কাছে যে মোবাইলের টাওয়ারটি রয়েছে, মায়ের উপর রাগ করে সেই টাওয়ারে উঠে পড়ল কিশোরী। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয় এবং কিশোরীকে শান্ত করে তাকে টাওয়ার থেকে উদ্ধার করে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
মহম্মদ জিশান আওয়ান’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন কিশোরী মোবাইলে টাওয়ার বেয়ে ক্রমাগত উপরে উঠে যাচ্ছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার দীহ গ্রামে ঘটেছে। কিশোরীকে বিপজ্জনক ভাবে টাওয়ারে উঠতে দেখে গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে তার পরিবারকে খবর দেন। পুলিশের কাছেও খবর পৌঁছোনো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
কিশোরীর দাবি, দীপাবলি উপলক্ষে তার মা তাকে ঘরদোর পরিষ্কার করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই সময় বাড়িতে পরিবারের অন্য সদস্যেরাও উপস্থিত ছিলেন। সকলকে বাদ দিয়ে কিশোরীর মা তাকেই কাজ করার নির্দেশ দিয়েছেন, তা ভেবে রেগে গেল কিশোরী। বাড়িতে ‘অত্যাচারের শিকার’ হচ্ছে ভেবে সোজা মোবাইলের টাওয়ারে উঠে পড়ল সে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীর সঙ্গে কথা বলে তাকে শান্ত করে। তার পর টাওয়ার থেকে নামিয়ে কিশোরীকে উদ্ধার করে পুলিশ।