ভালুকশাবককে একা দেখে তাকে শিকার করতে দৌড়েছিল একটি বাঘ। দূর থেকে তা দেখতে পেয়ে বাঘের দিকে ছুটে যায় শাবকটির মা। গর্জন করে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে সে। ভালুকের ধমক খেয়ে সেখান থেকে পড়িমড়ি করে পালিয়ে যায় বাঘটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘স্ট্রাইপ্সঅ্যান্ডটেল্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সন্তানকে পিঠে চাপিয়ে একটি বাঘকে আক্রমণ করতে উদ্যত হয়েছে মা ভালুক। বাঘকে দেখে জোরে জোরে হুঙ্কার করতে শুরু করল সে। বাঘটিও সেই ভয়ঙ্কর আওয়াজ শুনে ভয় পেয়ে গেল। সামনের দুই পা তুলে বাঘকে আক্রমণ করার জন্য এগিয়ে গেল ভালুকটি।
সেই ভয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে সোজা জঙ্গলের দিকে দৌড় দিল বাঘটি। বাঘের সঙ্গে মা যত ক্ষণ ‘যুদ্ধে’ ব্যস্ত ছিল, তত ক্ষণ ভালুকের পিঠে শক্ত করে বসেছিল সেই শাবকটি। আসলে, সেই শাবকটিকে শিকার করার চেষ্টা করছিল বাঘটি। সন্তানকে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়ে ওই বাঘের সঙ্গে ‘লড়াই’ করে তাকে তাড়িয়ে দেয় মা ভালুক।