জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তরুণী। তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন জীবনসঙ্গী। কিন্তু তাঁর মুখ তো লজ্জায় লাল হচ্ছে না। বরং হবু বরকে দেখে সকলের সামনেই নাচ করতে শুরু করলেন কনে। তরুণীর এই কাণ্ড দেখে মাথায় হাত পড়ল বৃদ্ধার। তরুণীর নাচ থামাতে পড়িমড়ি করে ছুটে গেলেন সেখানে। বার বার তরুণীর নাচ থামানোর চেষ্টা চালাতে থাকলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘শান.রাইটস_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, লাল লেহঙ্গা পরে কনের বেশে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। অতিথিদের মাঝে দাঁড়িয়ে নাচ করতে দেখা যাচ্ছে তাঁকে। আসলে, তরুণীর সামনে রয়েছেন হবু বর। জীবনসঙ্গীকে দেখেই নাচ করছেন তিনি। কনের এমন কাণ্ড দেখে অবাক হয়ে যান এক বৃদ্ধা। সঙ্গে সঙ্গে তরুণীর কাছে ছুটে যান তিনি।
ইশারা করে এই গানবাজনা থামাতে বলেন বৃদ্ধা। শুধু তা-ই নয়, তরুণীর হাত ধরে তাঁকে নাচ থামাতে বলেন তিনি। সকলের সামনে তরুণী নাচ করছেন দেখে লজ্জা লাগছে সেই বৃদ্ধার। চোখেমুখে সেই অভিব্যক্তিও ফুটে উঠেছে তাঁর। কিন্তু তরুণী কথা শোনার পাত্রী নন। তিনি মনের আনন্দে নেচেই যাচ্ছেন। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বৃদ্ধা আসলে অবাক হয়ে গিয়েছেন। এখন যে যুগ অনেক বদলে গিয়েছে সে ধারণা নেই তাঁর।’’