কাপড়ের দোকানের মেঝেয় শুয়েছিলেন দুই তরুণী। হঠাৎ এক জন তরুণীর প্যান্টের ভিতর দৌড়ে ঢুকে গেল একটি ইঁদুর। ইঁদুরের কামড়ে ঘুম উড়ে গেল তরুণীর। সঙ্গে সঙ্গে প্যান্ট ধরে ব্যাঙের মতো দু’পা তুলে অদ্ভুত ভাবে দোকান জুড়ে লাফাতে শুরু করলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী তাঁর প্যান্ট ধরে সারা দোকানময় অদ্ভুত ভাবে ঘুরে ঘুরে লাফিয়ে বেড়াচ্ছেন। তা দেখে হেসেই যাচ্ছেন অন্য এক তরুণী। গত ৩০ জুলাই ভিয়েতনামের একটি কাপড়ের দোকানে এই ঘটনাটি ঘটেছে।
দুই তরুণী ওই দোকানের মেঝের উপর শুয়েছিলেন। হঠাৎ এক তরুণীর প্যান্টের ভিতর একটি ইঁদুর দৌড়ে ঢুকে যায়। তা বুঝে ঘুম উড়ে যায় তরুণীর। প্যান্ট ধরে লাফ দিতে শুরু করেন তিনি। লাফের চোটে ইঁদুরটি প্যান্টের ভিতর থেকে পড়ে যায়। তবুও ঘটনার ভয়াবহতা তখনও তরুণীর চোখেমুখে লেগে ছিল। তরুণীর বান্ধবী তখন নীচে বসে হাসাহাসিই করে যাচ্ছিলেন। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, “আপনাকে ইঁদুরটি কামড়ায়নি তো? পারলে এক বার চিকিৎসকের পরামর্শ নিন।”