ইঁদুর ধরবে বলে ঘরের ভিতর দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছিল এক পোষ্য বিড়াল। কিন্তু মাঝপথে কোথায় যেন উধাও হয়ে গেল ইঁদুরটি। ঘরের ভিতর ‘তল্লাশি’ করে কোথাও আর ইঁদুরটিকে খুঁজে পেল না সেই বিড়াল। অবশেষে বিছানার উপর উঠে বসল সে। ঘাড় ঘুরিয়ে এ দিক-সে দিক তাকাতে লাগল বিড়ালটি। কিন্তু ইঁদুরের নাগাল আর পেল না সে। কারণ, বিড়ালের ‘শত্রু’ যে সারাটা সময় জুড়েই তার মাথার উপর বসে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘গুফি_ক্যাটস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়ালের মাথার উপর চড়ে রয়েছে একটি ইঁদুর। শক্ত ভাবে বিড়ালের মাথা আঁকড়ে ধরে রয়েছে ইঁদুরটি। বসে বসে বিড়ালটি অনবরত ঘাড় ঘুরিয়ে এ দিক-ও দিক তাকাচ্ছে। কিন্তু ইঁদুরের নাগাল পাচ্ছে না সে।
ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে সেই ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক ভিডিয়ো দেখে মজা করে লিখেছেন, ‘‘একেই বলে একেবারে মাথায় চড়ে বসা।’’ আবার এক জন লিখেছেন, ‘‘এরা অবিকল বাস্তবের টম আর জেরি।’’