দৌড়ে ট্রেনে চড়তে গিয়ে চাকার তলায় চলে যাচ্ছিলেন যুবক। দৌড়ে গিয়ে মৃত্যুর মুখ থেকে তাঁকে রক্ষা করলেন আরপিএফ জওয়ান। টেনে আনলেন ট্রেনের তলা থেকে। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের অন্ধেরি স্টেশনে ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে একটি ট্রেন। সেই ট্রেনে উঠবেন বলে হাতে দু’টি ব্যাগ নিয়ে দৌড়চ্ছেন এক যুবক। চলন্ত ট্রেনের একটি কামরার হাতল ধরেও ফেলেন তিনি। কিন্তু চড়তে গিয়ে পা ফসকে নীচে পড়ে যান। তাঁর পা ট্রেনের তলায় চলে যায়। কাছেই দাঁড়িয়েছিলেন এক আরপিএফ জওয়ান। যুবককে ট্রেনের তলায় যেতে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে যান তিনি। টেনে তোলেন ওই যুবককে। সঙ্গে সঙ্গে আরও কয়েক জন যাত্রী এবং অন্য এক আরপিএফ জওয়ান ঘটনাস্থলে উপস্থিত হন। পুরো ঘটনাটি প্ল্যাটফর্মে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘হংসরাজ মীনা’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষাধিক বার দেখে হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখে আরপিএফ জওয়ানের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। ওই যুবকের ওই ভাবে ট্রেনে চড়ার চেষ্টার সমালোচনা করেছেন সবাই। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘সাহসী জওয়ানকে পুরস্কার দেওয়া উচিত। একই সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সত্যিকারের বীর। কী ভাবে এক জনের প্রাণ বাঁচালেন ওই জওয়ান। আমি ওঁকে স্যালুট জানাচ্ছি।’’