বন্য স্বভাব ছেড়ে পরিণত হয়েছে পোষ্যে। গ্যারাজের সামনে বসে মালিকের গাড়ি পাহারা দিচ্ছে সে। গলায় পরানো রয়েছে বেল্টও। হিংস্র চিতাবাঘ বলে কথা! কিন্তু তার মধ্যে সেই হিংস্রতা কই? ভয়েই গুটিসুটি মেরে বসে রয়েছে সে। চিতাবাঘের সামনে লাফিয়ে বেড়াচ্ছে একটি কাক। তাকে দেখেই আত্মারাম খাঁচাছাড়া হয়ে গিয়েছে চিতাবাঘটির। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘আলেকজ়ান্ডারক্রেমেন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গ্যারাজের সামনে বসে রয়েছে একটি চিতাবাঘ। সে অবশ্য ওই বাড়ির পোষ্য। চিতাবাঘের সামনে লাফিয়ে বেড়াচ্ছে একটি কাক। বার বার চিতাবাঘের সামনে ঘোরাফেরা করে ডেকে চলেছে কাকটি।
তাকে দেখেই ভয়ে গুটিসুটি মেরে বসছে পোষ্য চিতাবাঘ। ভয় পেয়ে চিতাবাঘটি পিছিয়ে বসছে। কিন্তু চিতাবাঘটি যতই পিছনে সরে বসছে, কাকটি ততই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এ তো দেখছি শুধু নামেই চিতাবাঘ। চিতাবাঘসুলভ সমস্ত স্বভাব লোপ পেয়েছে তার।’’