রাস্তা একেবারেই ফাঁকা। তবুও বাইক নিয়ে ফুটপাতে উঠে পড়লেন এক তরুণ। পিছনের আসনে বসে রয়েছেন তাঁর বন্ধু। জোর গতিতে বাইক ছোটাচ্ছিলেন তিনি। কিন্তু ‘স্টান্ট’ করতে গিয়ে ঘটল অঘটন। ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে পড়ে গেলেন দুই তরুণ। আসন ছেড়ে শূন্যে ‘উড়ে’ গেলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রাশলেন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ফুটপাতের উপর দিয়ে সজোরে বাইক ছুটিয়ে যাচ্ছেন এক তরুণ। বাইকের পিছনে বসে রয়েছেন এক তরুণ সহযাত্রী। রাস্তা সম্পূর্ণ ফাঁকা। তবুও ফুটপাত দিয়ে বাইক চালাচ্ছেন ওই তরুণ।
জোরে বাইক ছোটাতে গিয়ে ঘটল বিপদ। ধাক্কা লেগে বাইকের আসন থেকে ছিটকে শূন্যে উঠে যান তাঁরা। তার পর রাস্তায় পড়ে যান দু’জন। সেই সময় এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে কটাক্ষের শিকার হন দুই তরুণ। এক জন নেটাগরিক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘‘স্টান্ট দেখাতে গিয়ে বড় রকমের বিপদ হতে পারত। রাস্তা ফাঁকা ছিল বলে প্রাণে বেঁচে গেলেন।’’