গাড়িতে চেপে জঙ্গলে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। ঘুরতে ঘুরতে এক জোড়া গন্ডার দেখতে পান তাঁরা। গাড়ি থামিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়েন পর্যটকেরা। দর্শক পেয়ে গন্ডারদু’টিও তাদের শক্তি প্রদর্শন করতে শুরু করে। লড়াই করতে উদ্যত হয় তারা। গুঁতো মেরে একটি গন্ডারকে ধরাশায়ী করে ফেলে অপর একশৃঙ্গটি। দুই গন্ডারের লড়াই দেখে গা়ড়ি নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন পর্যটকেরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘কেনিয়াওয়াইল্ডলাইফসার্ভিস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জোড়া গন্ডার জঙ্গলের মধ্যে লড়াই করতে ব্যস্ত। এই ঘটনাটি কেনিয়ার লেক নাকুরু জাতীয় উদ্যানে ঘটেছে। জোড়া গন্ডারের সামনে গাড়ি থামিয়ে অপেক্ষা করছেন পর্যটকেরা।
সাফারি করতে গিয়ে এমন দৃশ্য দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না তাঁরা। দর্শক পেয়ে আরও বেশি করে যেন লড়াইয়ে মেতে উঠল দু’টি গন্ডার। একে অপরকে গুঁতো মারতে শুরু করল তারা। তার পর একটি গন্ডার গুঁতো মেরে অন্য গন্ডারটিকে মাটিতে আছড়ে ফেলে দিল। গন্ডারকে ক্ষিপ্ত হয়ে যেতে দেখে সেখান থেকে গাড়ি নিয়ে সরে পড়তে উদ্যত হন পর্যটকেরা।