ঝগড়া করতে করতে মাঝরাস্তায় নেমে পড়েছে দুই কাঠবিড়ালি। কখনও ঘাড় ধরে ঝাঁকাচ্ছে। কখনও আবার হাতাহাতির চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে তারা। কাঠবিড়ালিদের ‘লড়াই’য়ের চক্করে রাস্তায় ট্র্যাফিক জ্যাম লেগে যাওয়ার জোগাড়। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ট্রাভেলিং.শিলং’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মাঝরাস্তায় একে অপরের সঙ্গে মারপিট করে চলেছে দুই কাঠবিড়ালি। কেউই হার মানতে রাজি নয়। ক্রমাগত লড়াই করে চলেছে তারা। তারা মাঝরাস্তায় ঝামেলা করছে দেখে সারি বেঁধে দাঁড়িয়ে পড়েছে গাড়ি।
দুই কাঠবিড়ালির এই ধুন্ধুমার যুদ্ধের দৃশ্য গাড়িতে বসে ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করতে পারেননি এক প্রত্যক্ষদর্শী। তবে ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমের পাতায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘দুই কাঠবিড়ালির মাথায় তো আগুন জ্বলছে দেখছি। সুযোগ পেলে একে অপরের প্রাণটাই নিয়ে ফেলত মনে হয়।’’ আবার এক জন লিখেছেন, ‘‘কেউ থামতে রাজি নয়। দু’টি কাঠবিড়ালিই তাদের বুকের পাটা দেখাচ্ছে।’’