লাল মাটির রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল এক হস্তীশাবক। লেজ দুলিয়ে, বড় বড় কান নাড়িয়ে দৌড়ে চলেছিল সে। কিন্তু দৌড়নোর সময় হাতির ছানা পড়ল বিপাকে। নিজের শুঁড়ই পা দিয়ে চেপে দিল সে। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এলিফ্যান্টরেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে এক হস্তীশাবক। কিন্তু তাড়াহুড়োর চোটে খেয়াল হারিয়ে ফেলে সে। শুঁড় দুলিয়ে দৌড়নোর সময় সামনের পা তুলে নিজের শুঁড়ই চেপে দেয় হাতির ছানা।
তার পর ব্যথার চোটে শুঁড় পেঁচিয়ে মুখের কাছে নিয়ে যায় সে। তার পর শুঁড় পেঁচিয়েই অন্য দিকে হাঁটা লাগায় হস্তীশাবক। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে হাতির কাণ্ড দেখে নেটপাড়ায় হাসির বন্যা বয়ে গিয়েছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বেচারা শুঁড়ে খুব ব্যথা পেয়েছে।’’ আবার এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘শুঁড় যে এত লম্বা হয়ে গিয়েছে তা বুঝতে পারেনি হস্তীশাবক। শুঁড়ের উপর চাপ পড়েছে নিশ্চয়ই।’’