বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে সাপ অন্যতম। এমনকি, স্বপ্নেও সাপের দেখা মিললে অনেকের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। তবে সম্প্রতি এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যা হাত-পা ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে এক বিশালাকার সাপকে রান্নাঘর থেকে উদ্ধার করছে এক নির্ভীক তরুণী। খালি হাতেই সাপটিকে ধরে ফেলেন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির রান্নাঘরের মধ্যে অস্থির ভাবে ঘুরে বেড়াচ্ছে একটি বিশালাকার সাপ। বাইরে যাওয়ার রাস্তা না পেয়ে অশান্ত হয়ে উঠেছে সে। এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে। রান্নাঘরের মধ্যেই শান্ত ভাবে দাঁড়িয়েছিলেন এক তরুণী। অনেক ক্ষণ ধরেই সাপটির কাণ্ড দেখে যাচ্ছিলেন তিনি। এর পর শান্ত ভাবে তিনি সাপটির দিকে এগিয়ে যান। বিশাল সরীসৃপ মেঝেয় নামতেই খপ করে তার লেজ ধরে ফেলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি ‘অজয় ভাবলা’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। সাড়ে তিন লক্ষের বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে সাহসী তরুণীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কেউ কেউ আবার মজার মন্তব্যও করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমার বোন টিকটিকিকেও ভয় পায়, আর এই তরুণী কত সাহসী।’’ অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘সাপটি আমার প্রাক্তন প্রেমিকা। আমার থেকে তাড়া খেয়ে তরুণীর রান্নাঘরে ঢুকে পড়েছে।’’