তাঁকে ঠকিয়ে অন্য এক জনকে বিয়ে করছেন বর! অভিযোগ তুলে পুলিশ নিয়ে বিয়েবাড়িতে ঢুকে তুলকালাম করলেন এক তরুণী। মারধরও করলেন পাত্রকে। তৈরি হল বিশৃঙ্খলা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাতে ওড়িশার ভুবনেশ্বরের একটি বিয়েবাড়িতে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
প্রতিবেদন অনুযায়ী, ভুবনেশ্বরের ধৌলি থানা সীমানার অন্তর্গত একটি এলাকায় ওই বিয়ের আসর বসেছিল। বিয়ে চলাকালীন এক তরুণী পুলিশকে নিয়ে সেখানে উপস্থিত হন। বিয়েবাড়িতে ঢুকে বরের একেবারে সামনে চলে যান তিনি। তরুণীর অভিযোগ, তাঁর সঙ্গে বাগ্দান হয়ে গিয়েছে ওই পাত্রের। কিন্তু এখন তাঁকে ঠকিয়ে গোপনে অন্য এক জনকে বিয়ে করছেন তিনি। পাত্রের বিরুদ্ধে মানসিক নির্যাতন এবং পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেও সরব হন ওই তরুণী। পাত্রকে চড়ও মারেন। এর পর পাত্রের পরিবারের সঙ্গেও ঝামেলা শুরু হয় তাঁর। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিয়েবাড়িতে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
বিয়েবাড়িতে ওই তরুণীর হঠাৎ আগমনে হইচই পড়ে। তাঁর মারমূর্তি দেখে চাঞ্চল্য ছড়ায় অতিথিদের মধ্যে। এর পর বিয়ে থামিয়ে বরকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য লিঙ্গরাজ থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে। তরুণীকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়। পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলার পর বিষয়টি মিটমাট হয়ে যায় বলে খবর।
সেই ঘটনার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেটি পোস্ট করা হয়েছে কার্তিক চন্দ্রশেখর নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। ভিডিয়ো দেখার পর উদ্বেগও প্রকাশ করেছেন কেউ কেউ। তরুণীর সমর্থনেও কথা বলতে দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে।