Advertisement
E-Paper

কাজে ভুল করায় মুখে মাউস ছুড়ে মারেন বস্‌! ম্যানেজারের কাণ্ডে হতবাক তরুণী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘টেক রোস্ট শো’-এর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৪
Video of woman sharing experience of toxic work culture goes viral

—প্রতীকী ছবি।

কর্মচারী দায়সারা ভাবে বা খারাপ কাজ করলে বসের রাগ হওয়া স্বাভাবিক। কিন্তু তা বলে কর্মীর মুখে কম্পিউটারের মাউস ছুড়ে মারবেন! অদ্ভুত সেই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর এক তরুণীর সঙ্গে। তরুণীর দাবি, কাজে ভুল করায় তাঁর মুখে মাউস ছুড়ে মেরেছিলেন ম্যানেজার। একট অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতার কথা শোনান তরুণী। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

বেঙ্গালুরুতে আয়োজিত ‘টেক রোস্ট শো’ নামে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই তরুণী। সেখানে কাজের পরিবেশ নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। সঞ্চালকদের সঙ্গে নিজের খারাপ অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময় পেশায় ডিজ়াইনার ওই তরুণী জানান, কয়েক বছর আগে মুম্বইয়ের একটি সংস্থায় চাকরি করছিলেন তিনি। তখনই ওই ঘটনা ঘটে। তরুণীর দাবি, তাঁর ম্যানেজার তাঁকে একটি কাজ দিয়েছিলেন। কিন্তু তিনি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন এবং অন্য কিছু করা শুরু করেন। সে কথা জানতে পেরে রেগে যান তাঁর ম্যানেজার। তরুণীর দাবি, এর পর তাঁর মুখে কম্পিউটারের মাউস ছুড়ে মারেন তিনি। স্বাভাবিক ভাবেই হতবাক হয়ে যান তিনি। ওই তরুণীর কথায়, ‘‘এই ঘটনার পর আমি খুব ভয় পেয়েছিলাম। হতবাকও হয়েছিলাম।’’ অন্য কর্মীদের উপরও ম্যানেজার একই রকম আচরণ করতেন বলেও তরুণী দাবি করেছেন। জনসমক্ষে তাঁর সেই অদ্ভুত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘টেক রোস্ট শো’-এর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। কর্মক্ষেত্রের অস্বাস্থ্যকর এবং বিষাক্ত পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই ধরনের ঘটনাগুলিকে কখনওই স্বাভাবিক বলে মনে করা উচিত নয়। এ রকম রসিকতাও করা উচিত নয়।’’ অন্য এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই ঘটনা আমেরিকায় ঘটলে মামলা দায়ের করা যেত।’’

Viral Video Work Culture Toxic Places Instagram Reel Instagram Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy