রাস্তার ধারে দাঁড়িয়ে ‘কর’ আদায় করছে হাতি! তুষ এবং আখবোঝাই গাড়ি আটকে সেখান থেকে খাবার নামিয়ে খাচ্ছে। খাবার নেওয়া হয়ে গেলে যেতে দিচ্ছে গাড়িকে। এমনই একটি মন ভাল করা ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার ধারে চুপ করে বসে রয়েছে একটি হাতি। রাস্তা দিয়ে একের পর এক গাড়ি পেরিয়ে যাচ্ছে। ওই রাস্তা ধরেই আসছিল একটি তুষবোঝাই গাড়ি। গাড়িটিকে দেখেই উঠে দাঁড়ায় গজরাজ। সোজা গিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ির সামনে। গাড়িটি থামলে সে নিজের মনে গাড়ির মাথায় থাকা তুষ থেকে কিছুটা নিয়ে খেতে শুরু করে। গাড়িটিকেও এগিয়ে যাওয়ার রাস্তা করে দেয়। কিছু ক্ষণ পরে আবার একটি আখবোঝাই গাড়ির সঙ্গেও একই জিনিস করে হাতিটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। অনেকে হাতিটির বুদ্ধির প্রশংসা করেছেন। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘দেখে মনে হচ্ছে হাতিটি যেন কর আদায় করছে রাস্তায় দাঁড়িয়ে।’’ অন্য এক জন আবার লিখেছেন যে, ‘‘ভিডিয়ো দেখে মন ভাল হয়ে গেল। কী সুন্দর বুদ্ধি খাটিয়ে নিজের খাবার জোগাড় করছে হাতিটি।’’