বন্দে ভারত এক্সপ্রেসে ধুন্ধুমার! দুই কামরার মাঝে দাঁড়িয়ে মারামারি করলেন ট্রেনেরই জনা কয়েক কর্মী। অবাক হয়ে তা দেখলেন যাত্রীরা। সমাজমাধ্যমে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় তেমনটাই দাবি করা হয়েছে। এ-ও দাবি করা হয়েছে যে, ঝামেলায় জড়ানো দু’পক্ষের মধ্যে এক পক্ষ ট্রেনের সাফাই কর্মী এবং অন্য পক্ষ খাবার পরিবেশন কর্মী। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। হইচই ফেলেছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোন বন্দে ভারতে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। জানা যায়নি মারপিটের কারণও।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ট্রেনের দু’টি কামরার মাঝের অংশে ঝামেলায় জড়িয়েছেন ওই ট্রেনেরই কর্মীরা। ধাক্কাধাক্কি করছেন তাঁরা। একে অপরকে এলোপাথাড়ি চড়-কিল-ঘুষি মারছেন। জনা কয়েক যাত্রীও সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা অবাক হয়ে ওই কর্মীদের মারপিট দেখতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। সেই পোস্টে দাবি করা হয়েছে, সেটি বন্দে ভারতের সাফাই কর্মী এবং খাবার পরিবেশন কর্মীদের মারপিটের ভিডিয়ো। ২৭ সেকেন্ডের সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। দেড় লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখার পর নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার পুরো বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। কেন ওই কর্মীদের মধ্যে ঝামেলা বেধেছিল, তা জানতে চেয়েও কৌতূহল প্রকাশ করেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘অনেক বছর হল বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। কিন্তু কর্মীদের মধ্যে এমন ঝগড়া এবং মারামারি আজ পর্যন্ত দেখিনি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কেন এই ধরনের দায়িত্বজ্ঞানহীন লোকদের কাজে রাখা হয়েছে? দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এদের বিরুদ্ধে।’’