Advertisement
E-Paper

‘এটা কফি শপ নয়’, শুনানি চলাকালীন মহিলা আইনজীবীর মুখে বার বার ‘ইয়া ইয়া’ শুনে বললেন বিরক্ত বিচারক! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি সোমবার ‘লিগালিটি উইথ রিয়্যালাটি’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ৩১ সেকেন্ডের সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৩:০৪
Video shows Indore judge scolds female lawyer for saying ‘Ya Ya Ya’ repeatedly inside court

ইনদওর জেলা আদালতের বিচারক। ছবি: ইনস্টাগ্রাম।

আদালতে শুনানি চলকালীন সওয়াল-জবাবের সময় বার বার ‘ইয়া ইয়া’ (ইংরেজি শব্দ ইয়েস-এর চলতি সংস্করণ) বলে উত্তর দিচ্ছিলেন মহিলা আইনজীবী। কিছু ক্ষণ পর তাঁকে কড়া ভাষায় তিরস্কার করলেন ওই আদালতের বিচারক। সাবধান হওয়ার বার্তাও দিলেন। মধ্যপ্রদেশের ইনদওরের একটি জেলা আদালতের ঘটনা। সেই ঘটনার একটি ভিডিয়োও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আদালতে একটি মামলার শুনানি চলাকালীন বার বার ‘ইয়া ইয়া’ বলার জন্য এক জন মহিলা আইনজীবীকে তিরস্কার করছেন বিচারক। প্রথমে বিচারক ওই আইনজীবীকে জিজ্ঞাসা করেন, ‘‘আপনার বাড়ি কোথায়?’’ মহিলা আইনজীবী উত্তর দেন, ‘‘ইনদওর।’’ এর পর ওই বিচারক বলেন, ‘‘ইনদওরে কি আপনি সব সময় ‘ইয়া, ইয়া, ইয়া’ বলেন? ইংরেজিতে অর্ধেক কথা আর হিন্দিতে অর্ধেক কথা!’’ এর পর বিরক্তি প্রকাশ করে বিচারককে এ-ও বলতে শোনা যায়, ‘‘যদি আবার আপনি ‘ইয়া’ বলেন, তা হলে আপনার ফাইল বন্ধ করে আপনাকেই ফেরত পাঠিয়ে দেব। এটা কোনও কফি শপ নয়। আদালতে এই ধরনের কথা বলা বন্ধ করুন।’’ বিচারকের ধমক খেয়ে মহিলা আইনজীবীও জানান যে, তিনি আর ওই শব্দবন্ধ ব্যবহার করবেন না। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি সোমবার ‘লিগ্যালিটি উইথ রিয়্যালাটি’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ৩১ সেকেন্ডের সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার মহিলা আইনজীবীর সমালোচনা করেও সরব হয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘একটু বেশিই ইয়া ইয়া হয়ে গিয়েছিল। সঠিক উত্তর পেয়েছেন।’’

Viral Video Indore district judge Lawyer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy