Advertisement
E-Paper

ঘন জঙ্গলে সঙ্গীর উপর ঝাঁপিয়ে পড়ল পশুরাজ! আঁচড়ে–কামড়ে আধমরা করে ছাড়ল সিংহীকে, ভাইরাল ভিডিয়ো

এশীয় সিংহের অন্যতম বাসভূমি হল গুজরাতের গির জাতীয় উদ্যান। এই স্থান বন্যপ্রাণের নিশ্চিন্ত বিচরণক্ষেত্র। সেখানেই সিংহীর উপর নির্বিচারে আক্রমণ শানাতে দেখা গেল একটি সিংহকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৬:১৮
Video shows lion attacks lioness in Gujarat’s Gir

ছবি: এক্স থেকে নেওয়া।

সিংহীর উপর আক্রমণাত্মক ভাবে ঝাঁপিয়ে পড়ল সিংহ! টেনেহিঁচড়ে প্রায় আধমরা করে ফেলল সঙ্গীকে। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে গুজরাতের গির অরণ্যে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

এশীয় সিংহের অন্যতম বাসভূমি হল গুজরাতের গির জাতীয় উদ্যান। এই স্থান বন্যপ্রাণের নিশ্চিন্ত বিচরণক্ষেত্র। সেখানেই সিংহীর উপর নির্বিচারে আক্রমণ শানাতে দেখা গেল একটি সিংহকে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘন জঙ্গলে মুখোমুখি দাঁড়িয়ে সিংহ এবং সিংহী। স্পষ্টতই সঙ্গীকে ভয় পাচ্ছে সিংহী। সিংহটি তার দিকে এক পা এক পা করে এগোতে থাকে। অন্য দিকে, চিৎকার করে পিছু হটতে থাকে সিংহী। এর পর হঠাৎই সিংহীর উপর ঝাঁপিয়ে পড়ে পশুরাজ। তার পর ছে়ড়ে দিয়ে এ দিক-ও দিক দেখতে থাকে। এর পর আবার ঝাঁপিয়ে পড়ে সিংহীর দিকে। দু’জনের লড়াই শুরু হয়। তবে সিংহের শক্তির সঙ্গে এঁটে উঠতে পারেনি সিংহী। প্রায় আধমরা হয়ে যায় সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত ৫ অক্টোবর ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করেছেন রাজ্যসভার সাংসদ তথা বন্যপ্রাণ প্রেমী পরিমল নাথওয়ানি। এক্স হ্যান্ডলে ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘জঙ্গলে বেঁচে থাকার একমাত্র রাস্তা ক্ষমতা। কেবলমাত্র শক্তিশালীরাই রাজত্ব করে।’’ ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

Viral Video Gujarat Asiatic Lions Fight Gir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy