Advertisement
E-Paper

বারবেল কে ব্যবহার করবে? তা নিয়ে জিমের মধ্যেই চুলোচুলি দুই তরুণীর, রণক্ষেত্র ব্যায়ামাগার, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জিমের মধ্যে শরীরচর্চা করছেন একাধিক মহিলা। তাঁদের মধ্যে এক তরুণী স্কোয়াট (এক ধরনের ভরত্তোলন) করছিলেন একটি বারবেল নিয়ে। পাশেই দাঁড়িয়ে ছিলেন অন্য এক তরুণী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ০৭:৫২
Video shows brawl between two women in gym over using machine

ছবি: এক্স থেকে নেওয়া।

যন্ত্রপাতি কে আগে ব্যবহার করবেন, তা নিয়ে জিমের অন্দরে কোন্দলে জড়ালেন দুই তরুণী। চুলের মুঠি ধরে একে অপরকে পেটালেন। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হল ওই জিম। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জিমের মধ্যে শরীরচর্চা করছেন একাধিক মহিলা। তাঁদের মধ্যে এক তরুণী স্কোয়াট (এক ধরনের ভরত্তোলন) করছিলেন একটি বারবেল নিয়ে। পাশেই দাঁড়িয়েছিলেন অন্য এক তরুণী। প্রথম তরুণীর বারবেল রাখার অপেক্ষায় ছিলেন তিনি। প্রথম জন সেই বারবেল নামিয়ে অন্যত্র ব্যায়াম করতে চলে যান। সুযোগ পেয়ে বারবেল নিতে যান দ্বিতীয় জন। সেই সময়ই আগমন হয় তৃতীয় এক তরুণীর। দ্বিতীয় জনকে প্রায় ধাক্কা দিয়ে বারবেলটি তুলতে যান তিনি। এর পরেই কোন্দল শুরু হয়। একে অপরের চুলের মুঠি ধরে মারামারি শুরু করেন তাঁরা। চুল ধরে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টাও করেন। এমন সময় জিমে উপস্থিত বাকি মহিলারা এগিয়ে আসেন। দু’জনের লড়াই থামিয়ে আলাদা করে দেন তাঁদের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। জিমের অন্দরে তরুণীদের এ ভাবে মারামারি করার নিন্দাও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘জিম শরীরচর্চা করার জায়গা। এখানে কিছু আদবকায়দা মেনে চলতে হয়। তরুণীদের লজ্জা পাওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ওটা জিম। আখড়া নয়। তবে মারামারি দেখে বেশ মজা পেলাম।’’

Viral Video gym Brawl Squat Women
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy