Advertisement
E-Paper

জিমে ব্যায়াম করতে করতে লুটিয়ে পড়লেন ১৭৫ কেজির যুবক, আর উঠলেন না! ভাইরাল ভয় ধরানো ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জিমের মধ্যে ব্যায়াম করছেন পঙ্কজ। হঠাৎই মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে জিমে উপস্থিত বাকিরা পঙ্কজের দিকে ছুটে যান। তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তিনি আর উঠতে পারেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১২:৪০
Video shows man dies suddenly at gym in Haryana’s Faridabad

ছবি: এক্স থেকে নেওয়া।

জিমে ব্যায়াম করছিলেন এক যুবক। ব্যায়াম করতে করতে হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। আর উঠলেন না। জিম করতে করতেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদের সেক্টর-৯-এর একটি জিমে। মৃত যুবকের নাম পঙ্কজ (৩৫)। জিম করতে করতে পঙ্কজের মৃত্যুর একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, জিমের মধ্যে ব্যায়াম করছেন পঙ্কজ। হঠাৎই মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে জিমে উপস্থিত বাকিরা পঙ্কজের দিকে ছুটে যান। তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তিনি আর উঠতে পারেননি। দৃশ্যটি জিমেরই সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পেশায় ব্যবসায়ী পঙ্কজ ফরিদাবাদের সেক্টর-৩-এর রাজা নাহার সিংহ কলোনির বাসিন্দা ছিলেন। তাঁর উচ্চতা ছিল ৬ ফুট ২ ইঞ্চি, ওজন প্রায় ১৭৫ কেজি। ওজন কমানোর জন্য গত পাঁচ মাস ধরে এক বন্ধুর সঙ্গে সেক্টর-৯-এর ওই জিমে যাচ্ছিলেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদও ওই জিমে গিয়েছিলেন তিনি। তখনই শরীরচর্চা করতে করতে মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, কালো কফি খেয়ে জিম করা শুরু করেছিলেন পঙ্কজ। কিন্তু ব্যায়াম শুরুর দু’মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। বন্ধু এবং জিমের কর্মীরা জল ছিটিয়ে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও লাভ হয়নি। এর পর পঙ্কজকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও স্পষ্ট ভাবে না জানা গেলেও চিকিৎসকদের অনুমান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পঙ্কজের।

জিম করতে করতে পঙ্কজের মৃত্যুর ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এনজিওপটেলনগর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। যুবকের পরিণতি দেখে দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার কমবয়সিদের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Viral Video gym Heart Attack Death Haryana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy