যোগব্যায়াম ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারতে বহু মানুষ নিয়মিত যোগাভ্যাস করেন। কিন্তু বৃষ্টির মধ্যে রেলস্টেশনের প্ল্যাটফর্মে থাকা বেঞ্চে মাথার উপর ভর দিয়ে পা শূন্যে তুলে কখনও কাউকে ব্যায়াম করতে দেখা গিয়েছে কি? এ বার সেই ঘটনারই সাক্ষী থাকল নেটমাধ্যম। প্ল্যাটফর্মে বৃষ্টির মধ্যে খালি গায়ে যোগব্যায়াম করতে দেখা গেল এক বৃদ্ধকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। যদিও ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি স্টেশনের প্রায় জনশূন্য প্ল্যাটফর্ম। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। তার মধ্যেই প্ল্যাটফর্মের একটি বেঞ্চে উঠে শীর্ষাসন করছেন এক বৃদ্ধ। তাঁর পরনে কেবল একটি ছোট প্যান্ট। খালি গায়ে ভিজে ভিজেই একমনে যোগাভ্যাস করছেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে হইচই ফেলেছে ভিডিয়োটি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে একটি রেডিট অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বৃদ্ধের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘যোগসম্রাট। তার জন্যই বৃষ্টিতে ভিজে ভিজেও ব্যায়াম করে যাচ্ছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বাবা রামদেবের ছাত্র মনে হয়।’’ তৃতীয় এক নেটাগরিক লিখেছেন, ‘‘অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ব্যায়াম করছেন। প্রশংসনীয়।’’