মানুষ প্রায়ই মজার বা দুঃসাহসিক কিছু কাণ্ড ঘটিয়ে সেই ঘটনার ভিডিয়ো পোস্ট করেন সমাজমাধ্যমে। কিন্তু তা বলে লক্ষ লক্ষ বছরের পুরোনো হিমবাহের জল পান! সেই ঘটনারও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লক্ষ লক্ষ বছরের পুরনো হিমবাহ থেকে স্ফটিক-স্বচ্ছ জল তুলে পান করছেন এক ব্যক্তি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হিমবাহের ফাটলে গ্লাস ডুবিয়ে জল তুলছেন এক যুবক। তার পর সেই গ্লাস তুলে দিচ্ছেন অন্য এক যুবকের হাতে। এর পর দ্বিতীয় যুবক গ্লাস থেকে সরাসরি সেই জল পান করছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভাইরাল ভিডিয়োটি ‘ডক্টরমাইরো’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করে এক স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, দেখতে স্ফটিকস্বচ্ছ হলেও হিমবাহের জল পুরনো। পুরনো সেই সব হিমবাহের জলে অনেক ভাইরাস এবং ব্যাকটেরিয়া বাস করতে পাারে, যা মানুষের জন্য ক্ষতিকারক। এমনকি কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ বছরও আটকে থাকতে পারে সেই জলে। আর সে কারণেই হিমবাহের জল পান করা একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। ওই জল পান করলে ডায়রিয়া, পেটে ব্যথা এবং ডিহাইড্রেশন পর্যন্ত হতে পারে বলেও জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা।
আরও পড়ুন:
গবেষণা অনুসারে, তিব্বতের গুলিয়ার মতো হিমবাহে ১৫,০০০ বছরেরও বেশি পুরনো জীবাণু রয়েছে। অন্য দিকে অ্যান্টার্কটিকার টেলর হিমবাহে এমন ব্যাকটেরিয়া রয়েছে যা ২০ লক্ষ বছর আগের।
যুবকের হিমবাহ থেকে জল পানের ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছেন।