Advertisement
E-Paper

দোকানে ইচ্ছা করে তরুণীকে অশালীন স্পর্শ! জানতে পেরে যুবককে মাটিতে ফেলে পেটালেন সঙ্গী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দোকানের ভিতরে দাঁড়িয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনছেন এক তরুণী। কথা বলছেন বিক্রেতার সঙ্গে। এমন সময় এক যুবক ওই তরুণীর পিছনে এসে দাঁড়ান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ০৭:৫৮
Video shows man misbehaving with a woman got lesson from her partner

ছবি: এক্স থেকে নেওয়া।

দোকানে দাঁড়িয়ে ইচ্ছা করে তরুণীর নিতম্ব স্পর্শ করেছিলেন এক যুবক। বুঝতে পেরে ওই যুবককে ‘উচিত শিক্ষা’ দিলেন তরুণীর পুরুষসঙ্গী। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দোকানের ভিতরে দাঁড়িয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনছেন এক তরুণী। কথা বলছেন বিক্রেতার সঙ্গে। এমন সময় এক যুবক ওই তরুণীর পিছনে এসে দাঁড়ান। হঠাৎ করেই তরুণীর নিতম্ব স্পর্শ করেন তিনি। চমকে গিয়ে পিছনে তাকান তরুণী। এই নিয়ে যুবকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয় তাঁর। এর পর তরুণী সেখান থেকে চলে যান। তবে কিছু ক্ষণের মধ্যেই পুরুষসঙ্গীকে নিয়ে ফিরে আসেন। তরুণীর সঙ্গী কোনও কথা খরচ না করেই পেটাতে শুরু করেন যুবককে। মাটিতে ফেলে মারতে শুরু করেন যুবককে। গোটা ঘটনাটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি গত ১৫ এপ্রিল ‘ফাইট্‌স ওনলি’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। তরুণীকে হয়রানির অভিযোগে ওই যুবকের শাস্তির দাবি তুলেছেন অনেকে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘যুবকের উচিত শিক্ষা হয়েছে। এই ভাবে মহিলাদের অসম্মান করলে তার সঙ্গে এ রকমই হওয়া উচিত।’’

Viral Video Fight Harrasment Crime Against Women
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy